মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোহাম্মদ রাকিব মাদবর। তিনি চর সেমাইল গ্রামের মোহাম্মদ নাসির মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব মাদবর একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি তিনি জেল খেটে জামিনে মুক্তি পান। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক আটটার দিকে শিবচর বাজারে ইউবিসি ব্যাংকের এটিএম বুথের সামনে। দুর্বৃত্তরা তাকে কুড়াল দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।