ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, ভিডিও ভাইরাল — অভিযুক্ত নাসিম ভুইয়া পলাতক

ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, ভিডিও ভাইরাল — অভিযুক্ত নাসিম ভুইয়া পলাতক
নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ সদর
প্রকাশঃ জুন 25, 2025 8:53 পূর্বাহ্ন

ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, ভিডিও ভাইরাল। মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এক দোকানদারকে প্রকাশ্যে মারধরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর অভিযুক্ত নাসিম ভুইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, আলী আজম মানিক দীর্ঘ ছয় বছর ধরে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় ‘মানিক কম্পিউটার’ নামে একটি কম্পিউটার কম্পোজ ও ফটোকপি দোকান পরিচালনা করে আসছেন। অভিযুক্ত নাসিম ভুইয়া প্রায়ই তার দোকানে গিয়ে বিভিন্ন কাজের অজুহাতে সেবা নিয়ে টাকা পরিশোধ না করেই চলে যেতেন। টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিতেন বলে অভিযোগ করেছেন মানিক।

গতকাল সোমবার (২৪ জুন) সন্ধ্যায় একইভাবে জরুরি কাজ করানোর দাবি নিয়ে নাসিম দোকানে আসেন। কিন্তু দোকানদার মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। রাত ৯টার দিকে নাসিম ক্ষিপ্ত হয়ে দোকানদার মানিকের দাড়ি ধরে টানা হেঁচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মানিক তাকে গালাগালি থেকে বিরত থাকতে বললে, নাসিম তার উপর এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন।

মানিক জানান, নাসিম মাঝে মাঝেই ১০০ টাকার কাজ করে ১০-২০ টাকা দিয়ে চলে যেতেন। টাকা চাইলে রাগান্বিত হয়ে হুমকি দিতেন এবং দোকান বন্ধ করে দেয়ার ভয় দেখাতেন। অভিযোগে আরও বলা হয়েছে, নাসিমের নির্দিষ্ট কোনো পেশা নেই। তিনি জমির দালালি, মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে নানা জায়গায় ব্যবহার করেন। এলাকার বিভিন্ন দোকানেও তার সুনাম নেই, অনেক দোকানদার তাকে সেবা দিতে অনিচ্ছুক কারণ তিনি ঠিকমতো টাকা পরিশোধ করেন না।

ভাইরাল হওয়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, কীভাবে প্রকাশ্যে দাড়ি ধরে একজন ধর্মপ্রাণ মুসলিমকে অপমান ও মারধর করা হয়েছে, যা স্থানীয়দের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত নাসিম ভুইয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘিওর থানার ওসি জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। পরে মঙ্গলবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত নাসিম ভুইয়া পলাতক রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নাসিম তার বাড়ির স্থানীয় প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় দম্ভ করে চলছেন এবং একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিলেও এলাকাবাসীর দাবি, যেন এ বিষয়ে কোনো রকম আপস-মীমাংসা না হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়।

0%
0%
0%
0%