রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে খাদ্যগুদামে অভিযান, ২৬ টন আটা ও ১৬ টন চাল জব্দ

রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে খাদ্যগুদামে অভিযান, ২৬ টন আটা ও ১৬ টন চাল জব্দ
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশঃ মে 6, 2025 11:04 পূর্বাহ্ন

৫ মে গত সোমবার গভীর রাতে ঢাকার গ্যান্ডারিয়া ও শ্যামপুরে পৃথক দুটি সরকারি খাদ্যগুদামে অভিযান চালিয়ে প্রায় ২৬ টন আটা ও ১৬ টন চাল জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে একজনকে আটক করা হয়েছে।

জয়েন্ট ফোর্সের এক কর্মকর্তা জানান, গোদাম দুইটি ঘিরে রাখা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি শুরু করা হয়। চাল ও আটা সিল করা থাকায় এর আসল মালিক এবং ট্রানজিপমেন্ট বিষয়ে স্পষ্ট তথ্য সংগ্রহ করা কঠিন হয়। পরে প্রাথমিক অনুসন্ধানে ধরা পড়ে, সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তাগুলো ‘কে এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান গোপনে সংগ্রহ করে ‘নূরানী আটা’ ও ‘নূরানী চাল’ নামে মোড়ক পরিবর্তন করেছিল।

৫২৬টি চালের বস্তা ও ৩১৬টি আটার বস্তা জব্দ করা হয়েছে। এর মধ্যে চালের বস্তাগুলোর মাত্র ২২টি ২৫ কেজি এবং বাকিগুলো ৫০ কেজির। আটার সব বস্তাই ৫০ কেজি। জব্দ মালামালের আনুমানিক ওজন ২৬ টন আটা ও ১৬ টন চাল।

খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানের সময় সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। অভিযানের খবর পেয়ে গুদামের মালিক ও কর্মচারীরা পালিয়েছে; তবে রিমান্ড প্রসঙ্গে একজনকে আটকের ব্যবস্থা করা হয়েছে। অভিযানকারী এক কর্মকর্তা জানান,

“এই গুদামগুলোতে দীর্ঘদিন ধরে সরকারি চাল ও আটার বস্তা সরবরাহ থেকে বিচ্যুতি ঘটিয়ে বেসরকারি বাজারে বিক্রি হতো। জিজ্ঞাসাবাদে চক্রটির বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একই রাত্রে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ ও সেনাবাহিনীর মুখোজ্জ্বল উপস্থিতি নিশ্চিত করা হয়। চলতি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট বাহিনীগুলো।

“আমরা দরিদ্র মানুষদের সুখাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হওয়ার কারণগুলো চিহ্নিত করে দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিযান অব্যাহত থাকবে,” যোগ করেন অভিযানে অংশ নেয়া এক কর্মকর্তা।

0%
0%
0%
0%