মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা: হতাহত ও নিখোঁজদের শনাক্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা: হতাহত ও নিখোঁজদের শনাক্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুলাই 23, 2025 4:30 অপরাহ্ন

রাজধানীর উত্তরা এলাকার ডায়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর, দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রকৃত সংখ্যা নির্ধারণে একটি সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

২২ জুলাই (সোমবার) কলেজ কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশ অনুযায়ী, কলেজ অধ্যক্ষ মো. জিয়াউল আলমকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটির সদস্যরা:

১. মো. জিয়াউল আলম – অধ্যক্ষ, সভাপতি
২. মো. মাসুদ আলম – সহ-অধ্যক্ষ (প্রশাসন)
৩. খাদিজা আক্তার – প্রধান শিক্ষিকা
৪. লুতফুন্নেছা লোপা – সমন্বয়কারী
৫. মনিরুজ্জামান মোল্লা – অভিভাবক (শিক্ষার্থী: জায়মা জাহান, শ্রেণি: চতুর্থ, ক্লাস কোড: ২২৭৮)
৬. মারুফ বিন জিয়াউর রহমান – ছাত্র, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি
৭. মো. তাসনিম ভুইয়া প্রতীক – ছাত্র, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি

কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এতে নিহত ও নিখোঁজদের তালিকা তৈরির পাশাপাশি প্রত্যেকের পূর্ণ ঠিকানা সংগ্রহের দায়িত্বও অর্পণ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

বিমান বিধ্বস্তের ঘটনা:

২০২৫ সালের ২১ জুলাই, সোমবার, দুপুর ১টা ১২ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরা ক্লাস ও অন্যান্য কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। অনেকেই ঘটনাস্থলেই প্রাণ হারান অথবা গুরুতর আহত হন। এখনো অনেক শিক্ষার্থী ও অভিভাবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার সঠিক পরিসংখ্যান ও সত্যতা নির্ধারণেই কলেজ কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করেছে।

কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা দ্রুততম সময়ে সত্য উদঘাটনে কাজ করছেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছেন। আহতদের চিকিৎসা ও সাহায্য প্রদানেও নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা।

তথ্যসূত্র: BSS

0%
0%
0%
0%