আবারও উত্তপ্ত দেশের রাজনীতি: প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন

আবারও উত্তপ্ত দেশের রাজনীতি: প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে 23, 2025 12:40 অপরাহ্ন

রাজনীতির মাঠে ফের উত্তেজনা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো, দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলন এবং এর মাঝেই প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হঠাৎ সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, যা আরও জল্পনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সরকারি বাসভবন ‘যমুনা’-তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র। সূত্রটি জানায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত ড. ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকে বসেন নাহিদ ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ইয়াও।

এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, এই বৈঠকে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুই ছিল মূল আলোচ্য বিষয়। গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুজব, যেখানে দাবি করা হচ্ছে—প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। তবে অনুসন্ধানে জানা গেছে, এ গুজবের উৎস একটি ভুয়া চিঠি এবং ২০১১ সালের একটি পুরনো সংবাদ।

মূলত ২০১১ সালের ১৩ মে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই প্রতিবেদনে ড. ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়েছিল। সেই পুরনো সংবাদটি বর্তমান প্রেক্ষাপটে বিকৃতভাবে ব্যবহার করে দাবি করা হচ্ছে, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

‘দ্য ডেইলি স্টার’ কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে, এটি একটি বিভ্রান্তিকর প্রচারণা। পুরনো একটি প্রতিবেদনকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিশিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার এই সময়ে এমন গুজব ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা এবং সরকারের ওপর চাপ তৈরি করাই হতে পারে উদ্দেশ্য।

সরকারি সূত্রগুলোও জানিয়েছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন—এমন কোনো সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। রাজনৈতিক পরিস্থিতি যেমনই থাকুক, নিশ্চিত তথ্য ছাড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0%
0%
0%
0%