আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে 11, 2025 10:24 পূর্বাহ্ন

গতকাল রাত ১১টায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেনঃ

সভায় সর্বসম্মতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়। সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে বিচারের অধিকার প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ট্রাইবুনাল এখন থেকে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অপরাধের জন্য শাস্তি প্রদানে ক্ষমতাসম্পন্ন হবে।

পরিষদের দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যকর হবে এবং সাইবার স্পেসসহ দলটির সকল কার্যক্রম এর আওতাভুক্ত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জুলাই আন্দোলনের নেতাকর্মী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষাকেও অগ্রাধিকার দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংবলিত পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে জানানো হয়েছে।

তৃতীয়ত, ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রকে বর্তমান রাজনৈতিক ও আইনগত প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং বিচারিক প্রক্রিয়াকে সুনিশ্চিত করতে উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

0%
0%
0%
0%