আসন্ন ঈদুল ফিতরের আগে নতুন নোট ছাড়া হবে না

ছবি সংগ্রহকৃত
আসন্ন ঈদুল ফিতরের আগে নতুন নোট ছাড়া হবে নআসন্ন ঈদুল ফিতরের আগে কোনো নতুন মুদ্রা বাজারে ছাড়া হবে না, কারণ বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে চিঠির মাধ্যমে পুরোনো নোটের বিনিময়ে নতুন নোট দেওয়া এবং ব্যাংকের মজুদ থেকে নতুন নোট ছাড়ার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
প্রথম আলোকে কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান ব্যাংক নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার কারণে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি উঠেছে।
তবে বর্তমানে প্রচলিত নোটগুলো আগের মতোই ব্যবহৃত হতে থাকবে।
এদিকে, বাংলাদেশ ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট চালুর চেষ্টা করছে।
এর আগে, বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট ছাড়া হবে, যার মধ্যে থাকছে ৫, ২০ ও ৫০ টাকার নোট।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে নতুন নোট বিনিময় করা হবে না, তবে নতুন নোট আগের মতোই ব্যবহৃত হবে।
জানা গেছে, নতুন ব্যাংক নোটের ডিজাইনে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতির পরিবর্তে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ও অন্যান্য স্থাপনা স্থান পাবে। এগুলো আগামী এপ্রিল-মে মাসে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
একজন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিশ্বের প্রায় ১৯০টি দেশ মাত্র ৮-১০টি কোম্পানির কাছ থেকে ব্যাংক নোটের কাগজ কেনে। ফলে নতুন ডিজাইন পরিবর্তন করে হুট করে নোট ছাপানো সম্ভব নয়।
ওই কর্মকর্তা আরও জানান, নতুন নোট তৈরির জন্য প্রয়োজনীয় কালি ও ডাইসসহ সব উপকরণ বিদেশ থেকে আমদানি করা হয়। ফলে নোটের ডিজাইন পরিবর্তন করে নতুন নোট বাজারে আনতে অন্তত দুই বছর সময় লাগে।
তবে বর্তমান পরিস্থিতির কারণে নিরাপত্তা ও নোটের মানের ওপর গুরুত্ব দিয়ে নতুন নোট আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।