বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে সাধারণ শ্রমিক নিয়োগে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে সাধারণ শ্রমিক নিয়োগে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ অক্টোবর 6, 2025 10:19 অপরাহ্ন

রিয়াদে আজ সোমবার ৬ অক্টোবর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ শ্রমিক নিয়োগ সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটিই প্রথম এমন ধরনের চুক্তি।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশের পক্ষে এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলায়মান আল-রাজহি সৌদি আরবের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৭৬ সাল থেকে সৌদি আরব বাংলাদেশের বৃহত্তম বৈদেশিক শ্রমবাজার হিসেবে পরিচিত। লক্ষ লক্ষ বাংলাদেশি কর্মী সেখানে কর্মরত। তবে এতদিন পর্যন্ত সাধারণ শ্রমিক নিয়োগে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।

এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত এবং ২০২২ সালে দক্ষতা যাচাই (skills verification) বিষয়ে দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

বিজ্ঞাপন

আজকের নতুন চুক্তিটি বাংলাদেশের দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য সৌদি আরবে বিভিন্ন পেশায় কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত করবে। একই সঙ্গে এটি কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও কল্যাণ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষরের আগে উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং মন্ত্রী আল-রাজহির মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ড. নজরুল কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার ওপর জোর দেন।

তিনি আরও অনুরোধ জানান, সৌদি নিয়োগকর্তারা যেন কর্মীদের আবাসিক পারমিট (ইকামা) নবায়নের দায়িত্ব নেন এবং যারা দেশে ফিরে যেতে চান তাদের দ্রুত এক্সিট ভিসা প্রদান করা হয়।

এর জবাবে সৌদি মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বাংলাদেশকেও নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে প্রবাসী কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ ও কল্যাণে সহযোগিতা বৃদ্ধি, এবং সৌদি আরবে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, ডেপুটি চিফ অব মিশন এস.এম. নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বী এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


তথ্যসূত্র: বিএসএস

0%
0%
0%
0%