শিল্প ও মনোবিজ্ঞানে অবদান রেখেছেন ‘উইলাটস’ পদবিধারীরা

‘উইলাটস’ পদবি বহনকারী কিছু বিশিষ্ট ব্যক্তি শিল্প ও জ্ঞানের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন মনোবিজ্ঞানী, গবেষক এবং শিল্পী—যাঁরা আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবদান রেখে গেছেন।
বিজ্ঞাপন
ব্রিটিশ মনোবিজ্ঞানী ও শিল্পী জন উইলাটস (মৃত্যু ২০০৬ সালে) মনোবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা এবং শিল্পচর্চায় সমানভাবে পরিচিত ছিলেন। তাঁর কাজ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
অন্যদিকে, ব্রিটিশ শিল্পী স্টিফেন উইলাটস (জন্ম ১৯৪৩ সালে) আধুনিক শিল্পের জগতে বিশেষভাবে খ্যাত। তাঁর সৃজনশীলতা, শিল্পভাবনা এবং ব্যতিক্রমধর্মী কাজ তাঁকে সমকালীন শিল্পীদের ভেতর আলাদা স্থান দিয়েছে।
মনোবিজ্ঞান ও শিল্প—দুই অঙ্গনে অবদান রাখা এই ব্যক্তিত্বরা প্রমাণ করে, ‘উইলাটস’ পদবি আজও গৌরবের প্রতীক।
বিজ্ঞাপন
0%
0%
0%
0%