বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তিন কর্মকর্তা বিদেশে পালিয়ে চাঞ্চল্য

বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর তিনজন কর্মকর্তা হঠাৎ বিদেশে পালিয়ে গিয়ে দেশে তোলপাড় সৃষ্টি করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এদের মধ্যে দুজন দীর্ঘদিন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সঙ্গে কাজ করেছেন এবং পালানোর সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে গেছেন।
পলাতক কর্মকর্তারা হলেন: যুব পরিচালক বদরুল আহমেদ, উপপরিচালক আমিনুল হক পলাশ, এবং সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার। জানা গেছে, আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্ট ব্যবহার করে ভারত হয়ে লন্ডনে পালিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। অন্য দুজনের অবস্থান এখনও নিশ্চিত নয়।
আমিনুল হক পলাশের নাম সবচেয়ে আলোচিত। তিনি শেখ হাসিনা সরকারের আমলে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসকে হয়রানী করার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত। অভিযোগ আছে, র-এর সঙ্গে যুক্ত থাকায় তিনি বহু গোপন তথ্য পাচার করেছেন। বদরুল আহমেদ ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের সাজানো নির্বাচনের কারচুপির তদারকিতে নিয়োজিত ছিলেন। এছাড়াও সাবেক ডিজিটিএম জোবায়রের বিদেশে অর্থ পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। তানভীর খন্দকার জাল সনদ ব্যবহার করে চাকরিতে প্রবেশ করেন এবং জুলাই অভ্যুত্থানের আগে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
তাদের পালানোর পর এনএসআই বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে, তদন্ত চলছে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ কে পলাশের বিষয়ে অবহিত করা হয়েছে।
এনএসআই জানিয়েছে, বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ সংস্থার ভাবমূর্তি পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। তবে তিন কর্মকর্তার পলায়ন গোয়েন্দা ব্যবস্থার গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে।
তথ্যসূত্র: একুশে টিভি