রাজধানীতে মাইলস্টোন স্কুলে ফাইটার জেট দুর্ঘটনা আহত ছাত্রী হাফসা হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন

রাজধানীতে মাইলস্টোন স্কুলে ফাইটার জেট দুর্ঘটনা আহত ছাত্রী হাফসা হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশঃ সেপ্টেম্বর 13, 2025 7:11 অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ এক ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস)।

বিজ্ঞাপন

শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১১ বছরের শিক্ষার্থী হাফসাকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানান এনআইবিপিএসের রেসিডেন্ট সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, হাফসা এখন অনেকটা সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বাড়ি পাঠানো হয়েছে।

এ নিয়ে এ দুর্ঘটনায় আহত মোট ২৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। বর্তমানে আরও ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট উড্ডয়নের কয়েক মিনিট পরই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দু’তলা ভবনে আছড়ে পড়ে। এ ঘটনায় পাইলটসহ মোট ৩৫ জন নিহত হন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: BSS

সম্পর্কিত- বিমান দুর্ঘটনা
0%
0%
0%
0%