শরীয়তপুরবাসীর দাবি: ফরিদপুর নয়, ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চান

শরীয়তপুরবাসীর দাবি: ফরিদপুর নয়, ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চান
নিজস্ব প্রতিবেদক শরীয়তপুর
প্রকাশঃ সেপ্টেম্বর 8, 2025 5:58 অপরাহ্ন

প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শরীয়তপুরের মানুষ ঘোষণা দিয়েছেন, তারা ঢাকার সঙ্গেই থাকতে চান। এ দাবিতে সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে শহরের চৌরাঙ্গী এলাকায় ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তারা জানতে পেরেছেন—কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার প্রস্তাব নিকার সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। কিন্তু ভৌগোলিক অবস্থান, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও বাণিজ্যের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে সহজ যোগাযোগের দিক বিবেচনা করে শরীয়তপুরবাসী ঢাকার সঙ্গেই থাকতে চান। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই তারা মেনে নেবেন না।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন এবং ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তবে আন্দোলনকারীরা আল্টিমেটামের পর কী কর্মসূচি নেবেন, তা এখনো আমাদের জানানো হয়নি।”

বিজ্ঞাপন

সম্পর্কিত- নির্বাচন
0%
0%
0%
0%