মিস্টারবিস্ট দাবি করলেন ‘NFL কিনে নিয়েছেন’, আসলেই কী ঘটেছে?

আমেরিকান ইউটিউবার মিস্টারবিস্ট (আসল নাম জিমি ডোনাল্ডসন) নতুন মৌসুম শুরুর আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তিনি নাকি “NFL কিনে নিয়েছেন”।
তিনি আরও জানান, প্রতিটি দলে তিনি একজন ইউটিউবারকে রাখবেন। এই ঘোষণা দিয়ে এক্স (X) এবং ইউটিউবে পোস্ট করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে, যা ইতোমধ্যেই কোটি কোটি ভিউ পেয়েছে।
তবে বাস্তবে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া লিগের মালিক নন মিস্টারবিস্ট। বরং বিষয়টি আসলে NFL ও ইউটিউবের যৌথ উদ্যোগে তৈরি একটি প্রচারণামূলক ভিডিও, যা নতুন মৌসুমের আগে ব্যাপক সাড়া ফেলেছে।
ইউটিউবের সম্প্রচার অধিকার
ইউটিউব বিশ্বব্যাপী সম্প্রচার অধিকার পেয়েছে শুক্রবারের (বাংলাদেশ সময় শনিবার ভোর ১টা) ম্যাচের, যেখানে ব্রাজিলে মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস চার্জার্স ও কানসাস সিটি চিফস।
অন্যদিকে মৌসুমের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা ২০ মিনিটে) খেলবে ফিলাডেলফিয়া ইগলস বনাম ডালাস কাউবয়স।
NFL-এর প্রকৃত মালিকানা কার?
NFL-এর মালিকানা কোনো একজন ব্যক্তি বা দলের হাতে নেই। বরং লিগটি গঠিত হয়েছে ৩২টি দল নিয়ে, যেগুলো আলাদা আলাদা মালিকানায় পরিচালিত হয়।
- প্রতিটি দল হয় একজন ব্যক্তি, নয়তো ছোট একটি মালিকানা গোষ্ঠীর অধীনে থাকে।
- ব্যতিক্রম হলো গ্রিন বে প্যাকার্স, যেটি একটি জনসাধারণের মালিকানাধীন অলাভজনক প্রতিষ্ঠান।
- NFL কর্পোরেট মালিকানা অনুমোদন করে না।
- নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে অন্তত একজন মালিককে এক-তৃতীয়াংশ শেয়ারের মালিক হতে হয়।
NFL-এর সব কার্যক্রম তদারকি করেন এর কমিশনার রজার গুডেল, যিনি ৩২ দলের প্রতিনিধিত্ব করে পুরো লিগের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
NFL কিনতে কত খরচ হতে পারে?
NFL কিনতে চাইলে একজন ব্যক্তিকে সবগুলো দল কিনতে হবে। বর্তমানে ৩২ দলের সম্মিলিত মূল্য ধরা হচ্ছে প্রায় ২২৮ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৭.৭৫ ট্রিলিয়ন টাকা)।
এর বাইরেও লিগের সম্পূর্ণ মালিকানা নিতে আরও অতিরিক্ত খরচ যুক্ত হতে পারে।
তুলনায়, মিস্টারবিস্টের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১ বিলিয়ন ডলার (প্রায় ১.২১৭ ট্রিলিয়ন টাকা। )— যা NFL কিনতে হলে প্রয়োজনীয় অর্থের তুলনায় অতি নগণ্য।
তথ্যসূত্র: BBC, The Independent