পদ্মার ভয়াল থাবায় সর্বস্বান্ত মাঝির ঘাটের মানুষ
পদ্মার ভাঙনে সর্বস্বান্ত মাঝির ঘাট, আতঙ্কে মানুষজন

শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝির ঘাট এলাকায় আবারও দেখা দিয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের জমি। নদীর পাড় ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। কেউ কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন, আবার কেউ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। পদ্মার তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে ভেঙে যাচ্ছে মানুষের বসতভিটা।
মাঝির ঘাটের বাসিন্দারা বলেন, “আমরা প্রতিদিন ভয়ে থাকি, কখন যে আমাদের বাড়িঘর নদীতে চলে যায়। এক রাতের মধ্যে সবকিছু নদীর বুকে হারিয়ে যাচ্ছে।”
নদী ভাঙনের কারণে ইতিমধ্যে কয়েকটি পরিবার সম্পূর্ণভাবে বাস্তুচ্যুত হয়েছে। অনেকে সরকারি সহায়তার আশায় দিন পার করছেন। তবে এখন পর্যন্ত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্তদের উদ্বেগ আরও বাড়ছে।
পদ্মার এ ভয়াল থাবা রোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, সঠিক সময়ে বাঁধ নির্মাণ ও সংরক্ষণ কাজ না করলে আরও শত শত পরিবারকে বাস্তুচ্যুত হতে হবে।