অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনে ‘বিক্রি করে এসেছে’ – হাসনাত আব্দুল্লাহর অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনে গিয়ে নিজেদের ক্ষমতা ও ভবিষ্যৎকে ‘বিক্রি করে এসেছে’। বৃহস্পতিবার ১৬ আগস্ট রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, তিনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন এবং সেদিনই সরকারটাও লন্ডনে বেছে দিয়ে আসেন।”
তিনি প্রশ্ন তোলেন, পৃথিবীর ইতিহাসে আগে কখনও এমন ঘটনা ঘটেছে কিনা যেখানে একসাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে সরকার গঠন করেছেন।
তিনি আরও বলেন, “৫ আগস্ট যে কারণে আন্দোলন ঘটেছিল সেই কারণগুলো বাদ রেখে যদি নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা হয়, তবে পাঁচ বছর না হোক, ১০ বছর পর আবার একটি গণপ্রতিরোধ আসবে।”
এ সময় তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং দাবি করেন, কিছু গণমাধ্যম নিয়মিতভাবে প্রপাগান্ডা চালাচ্ছে ও রাজনৈতিক চরিত্র হননের চেষ্টা করছে।
নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের সামনে আসল বিকল্প রাখতে হলে অবশ্যই ‘গণপরিষদ নির্বাচন’ দিতে হবে। তিনি পরিষ্কার ভাষায় বলেন, “নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি—যেকোনো সময় নির্বাচন হোক, সমস্যা নেই। তবে অবশ্যই সেটি নতুন নিয়মে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে হতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, এনসিপি কখনও আসন সমঝোতার রাজনীতিতে অংশ নেয়নি এবং নেবে না।