দক্ষিণ এশিয়ায় পুনর্জাগরণমূলক কৃষি প্রসারে একযোগে কাজের আহ্বান এসএএআরসি কৃষি কেন্দ্রের

দক্ষিণ এশিয়ায় পুনর্জাগরণমূলক কৃষি প্রসারে একযোগে কাজের আহ্বান এসএএআরসি কৃষি কেন্দ্রের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 6, 2025 9:15 অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পুনর্জাগরণমূলক কৃষির প্রসারে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে এসএএআরসি কৃষি কেন্দ্র ।

বিজ্ঞাপন

৪ থেকে ৬ আগস্ট, ২০২৫ পর্যন্ত ভার্চুয়ালি অনুষ্ঠিত তিন দিনব্যাপী এক আঞ্চলিক পরামর্শ সভায় এ আহ্বান জানানো হয়। সভার শিরোনাম ছিল “এসএএআরসি সদস্য রাষ্ট্রসমূহে পুনর্জাগরণমূলক কৃষি প্রচার।”

এসএএআরসি কৃষি কেন্দ্র থেকে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ছয়টি এসএএআরসি দেশের প্রতিনিধিবৃন্দ, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে। এ সভার মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক সহযোগিতা ও নীতিনির্ধারণে সমন্বয়ের মাধ্যমে কৃষিখাতে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা।

পরামর্শ সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়—

বিজ্ঞাপন
  • অবক্ষয়গ্রস্ত মাটি পুনরুদ্ধার,
  • জীববৈচিত্র্য রক্ষা এবং
  • জলবায়ু সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তোলা,
    যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এসএএআরসি ও বিমসটেক) রাষ্ট্রদূত আব্দুল মুতালেব সরকার।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দক্ষিণ এশিয়ার মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর জন্য পুনর্জাগরণমূলক কৃষির মতো টেকসই পন্থা অবলম্বন করা জরুরি।”

তিনি ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ও বাস্তবভিত্তিক কৌশল গ্রহণের ওপর জোর দেন এবং এসএএআরসি কৃষি কেন্দ্রকে এই আন্দোলনের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।

এসএএআরসি কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনুর রশিদ উদ্বোধনী অধিবেশন সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি জানান, “কৃষককেন্দ্রিক, জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে SAC দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএএআরসি সচিবালয়ের পরিচালক (ARD & SDF) তানভীর আহমাদ তোরফদার।

তিনি বলেন, “পুনর্জাগরণমূলক কৃষি কেবল মাটির স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে সহায়ক নয়, বরং এটি কৃষকের জন্য অর্থনৈতিকভাবেও লাভজনক।”

তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে ছয়টি কারিগরি অধিবেশনে ২০টিরও বেশি বিশেষজ্ঞ প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এসএএআরসি সদস্য দেশগুলোর প্রতিনিধি, ফোকাল পয়েন্ট বিজ্ঞানী এবং জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞরা দেশভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তাঁদের অভিজ্ঞতা ও পরিকল্পনা তুলে ধরেন।

এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় পরিবেশবান্ধব কৃষির প্রসারে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত- জানা অজানা
100%
0%
0%
0%