ইন্টার মায়ামির গোলবারে উজ্জ্বল রোকো রিওস নোভো: আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা?

লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দিমারিয়ার মতো তারকায় পরিপূর্ণ আর্জেন্টিনা ফুটবল দলের যুগে আলাদা করে লাইমলাইট পাওয়া যে কতটা কঠিন, তা বলাই বাহুল্য। তবে এমিলিয়ানো মার্টিনেজ যেমন তার দুর্দান্ত গোলকিপিং দক্ষতার মাধ্যমে সবার নজর কেড়েছেন, এবার সেই পথেই হাঁটছেন আরেক আর্জেন্টাইন তরুণ—রোকো রিওস নোভো।
২৩ বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং ইতোমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিতে শুরু করেছেন। সম্প্রতি মেক্সিকোর নেকাসা দলের বিপক্ষে ম্যাচে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। আর সেখানেই ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন নোভো।
টাইব্রেকারে নেকাসার বাদালনির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নোভো। এই সেভটিই ম্যাচ জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইন্টার মায়ামির জন্য। শুধু তাই নয়, পুরো ম্যাচজুড়ে ইনসাইড দ্য বক্স থেকে মোট ছয়টি শট ঠেকিয়েছেন তিনি। দুইবার নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন প্রতিকূল মুহূর্তে।
ম্যাচের অধিকাংশ সময় মেসি মাঠে না থাকায় ইন্টার মায়ামির রক্ষণ সামলানো কঠিন হয়ে পড়েছিল। নেকাসার একের পর এক অন টার্গেট শটের মুখে পড়ে দলের ডিফেন্স কিছুটা বিপর্যস্ত হলেও, রোকো রিওস নোভো একাই সামাল দেন পরিস্থিতি। বলা যায়, এই ম্যাচে তিনি ‘লেটার মার্ক’ পেয়ে পাশ করেছেন।
রোকোর এখনো আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তিনি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন। কোচ লিওনেল স্কালোনি তরুণদের প্রতি বরাবরই আগ্রহী। এমএলএসে ইন্টার মায়ামির হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করতে পারলে, নোভোর জাতীয় দলের দরজা খুলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
শেষ চারটি ম্যাচে ইন্টার মায়ামির গোলবার সামলেছেন এই তরুণ গোলরক্ষক। একটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন এবং বাকি তিন ম্যাচে মাত্র চারটি গোল হজম করেছেন। যদি বাকি মৌসুমেও নিয়মিত একাদশে সুযোগ পেয়ে যান, তাহলে আরও সমৃদ্ধ পরিসংখ্যান নিয়ে মৌসুম শেষ করতে পারবেন তিনি।
রোকো রিওস নোভোর এমন পারফরম্যান্সে আশাবাদী ফুটবল বোদ্ধারা। আর্জেন্টিনার ভবিষ্যৎ গোলপোস্ট রক্ষী হতে পারেন তিনি—এমন বিশ্বাস ফুটবলবিশ্বে ধীরে ধীরে তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, ইন্টার মায়ামিতে নিজের জায়গা ধরে রেখে তিনি আদৌ কি স্কালোনির জাতীয় দলে ডাক পেতে পারেন?
এখন অপেক্ষা, এমিলিয়ানো মার্টিনেজের পর কি রোকো রিওস নোভো হবেন আর্জেন্টিনার পরবর্তী ‘দ্য ওয়াল’?