ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি ৩৮তম জন্মদিন আজ

লিওনেল মেসি
আজ ২৪ জুন, মঙ্গলবার। আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড লিওনেল মেসি উদযাপন করছেন তাঁর ৩৮তম জন্মদিন। ১৯৮৭ সালে আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নেওয়া এই মহান ফুটবলারের জীবনের পথচলা ছিল অসাধারণ এবং গভীরভাবে অনুপ্রেরণাদায়ক। শৈশবে জটিল হরমোনজনিত রোগে আক্রান্ত হলেও ১৩ বছর বয়সে স্পেনে পাড়ি জমিয়ে শুরু করেন তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ার। এরপর থেকে একের পর এক রেকর্ড গড়ে, ট্রফি জিতে এবং ফুটবল বিশ্বে নিজের কিংবদন্তি পরিচয় প্রতিষ্ঠা করেন মেসি। বর্তমানে তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে মোট ৪৫টি শিরোপা।
ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে ৮০০-এর বেশি গোল
লিওনেল মেসি এখন পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৮০০-এর বেশি গোল করেছেন। ফিফা টুর্নামেন্টসমূহে তাঁর গোল সংখ্যা ২৫টি, যা সর্বোচ্চ। এই অর্জনের মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসে অনন্য এক উচ্চতায় পৌঁছেছেন।
ছোটবেলার সংগ্রাম ও বার্সেলোনায় যাত্রা
মেসির ফুটবল ক্যারিয়ার শুরু হয় স্থানীয় ক্লাব গ্র্যান্ডোলিতে, যেখানে তাঁর বাবা ছিলেন কোচ। কিন্তু শারীরিক বৃদ্ধির জটিল রোগ ধরা পড়ায় শিশুকালেই চিকিৎসার প্রয়োজন হয়। তখন স্পেনের বার্সেলোনা ক্লাব তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করে তাঁকে স্পেনে নিয়ে যায়।
২০০৪ সালে মেসি বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ারে অভিষেক করেন এবং দ্রুতই দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হন। ২০০৮-০৯ মৌসুমে ক্লাবকে স্প্যানিশ ফুটবলে বিরল ‘ট্রেবল’ জয়ে সহায়তা করেন তিনি।
বার্সেলোনার হয়ে মেসি করেন সর্বমোট ৬৭২টি গোল, যা একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। তিনি জিতেছেন ১০টি লা লিগা শিরোপা এবং ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
পিএসজি এবং ইন্টার মায়ামি অধ্যায়
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর মেসি ফ্রান্সের ক্লাব প্যারিস সাঁ জার্মেইনে (পিএসজি) যোগ দেন এবং সেখানে ২টি লিগ শিরোপা জেতেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন, যেখানে তিনি ক্লাবকে প্রথমবারের মতো লিগস কাপ এবং সাপোর্টার্স শিল্ড জয়ে নেতৃত্ব দেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক ঘটে মেসির। পেরুর বিপক্ষে প্রথম ম্যাচে খেলেন এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন প্রথম আন্তর্জাতিক গোল।
২০০৬ সালের বিশ্বকাপে অংশ নিয়ে তিনি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলা এবং গোল করা খেলোয়াড়ে পরিণত হন।
এরপর ধাপে ধাপে তিনি গড়েন এক গৌরবোজ্জ্বল আন্তর্জাতিক ক্যারিয়ার। মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালিসিমা এবং বহু প্রতীক্ষিত ২০২২ সালের ফিফা বিশ্বকাপ।
এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মেসি করেছেন ১১২টি গোল।
মেসির অর্জন ও রেকর্ড
লিওনেল মেসির ক্যারিয়ার ভাসছে অসংখ্য রেকর্ড ও সাফল্যের আলোয়। তাঁর উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে:
- ৮ বার ব্যালন ডি’অর জয়, যা বিশ্বের কোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ।
- একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল—বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল।
- মোট ৮০০-এর বেশি গোল ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে।
- ফিফা টুর্নামেন্টসমূহে সর্বোচ্চ ২৫ গোল।
- দক্ষিণ আমেরিকার কোনো পুরুষ ফুটবলারের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক গোল—১০৬টি।
মেসির আয় ও সম্পদ
বর্তমানে লিওনেল মেসির আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার। ইন্টার মায়ামির হয়ে খেলার সুবাদে তাঁর বার্ষিক আয় প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত মেসি
জন্মদিনে মেসিকে শুভেচ্ছা জানাচ্ছেন কোটি কোটি ফুটবলপ্রেমী ভক্ত, খেলোয়াড় এবং বিশ্বজুড়ে অসংখ্য অনুরাগী। মাঠের প্রতিটা ছোঁয়ায় যিনি জাদু দেখান, তিনিই আজকের দিনের নায়ক।
শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি!