ফিফা ক্লাব বিশ্বকাপ: বাঁচা-মরার ম্যাচের আগে অনুশীলনে ইন্টার মায়ামি, চাপে মেসিরা

ফিফা ক্লাব বিশ্বকাপ: বাঁচা-মরার ম্যাচের আগে অনুশীলনে ইন্টার মায়ামি, চাপে মেসিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 17, 2025 12:20 অপরাহ্ন

৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি লিওনেল মেসির ইন্টার মায়ামি। ফ্লোরিডায় নিজেদের প্রথম ম্যাচে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করে মাসচেরানোর দল। একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন মেসি ও তার সতীর্থরা। ফলে নকআউটে ওঠার পথ এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে দলটির জন্য।

আগামী ম্যাচে আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব পর্তোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। পর্তোও নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে গোলশূন্য ড্র করায় জয় পেতে মরিয়া দু’দলই। তবে স্বাগতিক কন্ডিশনের সুবিধা থাকায় মেসিদের জয়ের পাল্লাই ভারী মনে করছেন বিশ্লেষক ও সমর্থকরা।

এদিকে নানা সমালোচনার মধ্যেও শুরু হয়েছে ফিফার নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ। ১২টি ভেনুতে ৬৩টি ম্যাচের এই মহাযজ্ঞ ছড়িয়ে পড়েছে আটলান্টা, শারলট, সিনসিনাটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, ন্যাশভিল, নিউইয়র্ক, নিউজার্সি, অরল্যান্ডো, ফিলাডেলফিয়া, সিয়াটল ও ওয়াশিংটন ডিসিতে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেক ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লাওতারো মার্তিনেজ বলেন,

“নতুন ফরম্যাটের এই ক্লাব বিশ্বকাপ আমাকে দারুণ রোমাঞ্চিত করেছে। অনেক ফুটবলারের পক্ষে জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা সম্ভব হয় না, তবে ক্লাব বিশ্বকাপের মাধ্যমে তারাও বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে।”

অনেক নেতিবাচক মন্তব্যের মাঝেও এই আসরকে ‘সম্মানের প্রতিযোগিতা’ হিসেবে দেখছেন অংশগ্রহণকারী খেলোয়াড়রা। একজন আর্জেন্টাইন তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,

“আমি প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবো। এটা ভাবতেই দারুণ লাগছে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছি, এবার ক্লাবের হয়ে এই নতুন চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি।”

চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ই জুলাই। ফুটবলপ্রেমীদের জন্য এটি যেন এক দীর্ঘ উৎসব হয়ে উঠেছে, যেখানে বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের সেরাদের লড়াই জমে উঠছে এক অভিনব মঞ্চে।

0%
0%
0%
0%