শেষ বলের নাটকে নেপালের ঐতিহাসিক জয় | Scotland vs Nepal: বিশ্বকাপ লিগে রুদ্ধশ্বাস ম্যাচে স্কটল্যান্ডকে হারাল নেপাল

ছবিঃ সংগ্রহকৃত
ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নেপাল বনাম স্কটল্যান্ড (nepal vs scotland) ম্যাচে এক উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে নেপাল। ডান্ডির ফোরথিল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে Scotland national cricket team vs Nepal national cricket team match scorecard অনুযায়ী, শেষ বল পর্যন্ত উত্তেজনায় ভরা ম্যাচে স্কটল্যান্ডকে হতবাক করে দেয় (karan kc)করণ কেসির দুর্দান্ত ইনিংস।
স্কটল্যান্ডের ইনিংস:
প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল (Scotland national cricket team) নির্ধারিত ৫০ ওভারে ২৯৬/৭ রান তোলে। ওপেনার চার্লি টিয়ারের ৮০ এবং ম্যাকক্রেথের ৫৫ রানের ইনিংস তাদের বড় স্কোর গড়তে সাহায্য করে। নেপালের পক্ষে রিজান ধাকাল ২ উইকেট নেন ২৬ রানে।
নেপালের জবাব:
জবাবে নেপাল জাতীয় ক্রিকেট দল(Nepal national cricket team) ব্যাট করতে নেমে শেষ বলে ৯ উইকেটে ২৯৭ রান তুলে scotland vs nepal ম্যাচে চমক দেখায়। শুরুতে ওপেনার খুশাল ভুরতেল ৫৩ রান করলেও এক পর্যায়ে তারা ১৯২/৭ স্কোরে পড়ে যায় বিপাকে।
ঠিক তখনই ম্যাচের রূপ বদলে দেন করণ কেসি (karan kc)। নয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি মাত্র ৪১ বলে ৬৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি বিশাল ছয়। ৪৯তম ওভারে ১৮ রান তুলে ফেলার পর শেষ ওভারে ৭ রান প্রয়োজন ছিল নেপালের।
প্রথম বলেই সানদীপ লামিচানে আউট হলেও, পরে একটি ওয়াইড, একটি সিঙ্গেল এবং করণের দুটি দুই রান সমতা ফেরায়। শেষ বলে আরেকটি ওয়াইড বল দিয়ে ম্যাচ শেষ করেন মার্ক ওয়াট, আর নেপাল উদযাপন করে এক ঐতিহাসিক জয়।
শেষ ওভারে নাটকীয় এই জয়ে নেপালি দর্শকেরা মাঠে ঢুকে পড়েন। যদিও শেষ বলটি করণের প্যাডে লেগেছিল বলে স্কটল্যান্ড আপত্তি তোলে, তবে আম্পায়ার সিদ্ধান্তে অটল থাকেন।
নেপাল বনাম স্কটল্যান্ড (nepal vs scotland)এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের নীচের দিকের দল নেপাল মনোবল ফিরে পায়, আর চতুর্থ স্থানে থাকা স্কটল্যান্ডের জন্য এটি ছিল অপ্রত্যাশিত হার।
আগামী ম্যাচে একই ভেন্যুতে বুধবার নেপাল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
সংক্ষিপ্ত স্কোর (Scotland national cricket team vs Nepal national cricket team match scorecard):
স্কটল্যান্ড ২৯৬/৭ (৫০ ওভার): চার্লি টিয়ার ৮০, ম্যাকক্রেথ ৫৫; ধাকাল ২/২৬
নেপাল ২৯৭/৯ (৪৯.৫ ওভার): karan kc ৬৫*, খুশাল ভুরতেল ৫৩; ম্যাকমুলেন ৩/৪২
ফলাফল: নেপাল এক উইকেটে জয়ী।
ভেন্যু: ফোরথিল, ডান্ডি
ম্যাচ: Scotland vs Nepal (World Cup League 2)