যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার পেলেন বসনিয়ান সার্ব নেতা ডোডিক, ট্রাম্পকে ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 30 অক্টোবর 2025, 06:07 অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার পেলেন বসনিয়ান সার্ব নেতা ডোডিক, ট্রাম্পকে ধন্যবাদ

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাবেক বসনিয়ান সার্ব নেতা মিলোরাড ডোডিকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বুধবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ডোডিক এ সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার প্রতি ‘মহা অবিচার’ হয়েছিল, ট্রাম্প সেই ভুল সংশোধন করেছেন। সারাজেভো থেকে এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৭ সালে ট্রেজারির বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) ডেটন শান্তিচুক্তিতে বাধা দেওয়া ও বিচ্ছিন্নতাবাদী নীতি অনুসরণের অভিযোগে ডোডিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ১৯৯৫ সালে এই ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়ার ভয়াবহ আন্তঃজাতিগত যুদ্ধের অবসান ঘটে।

সাম্প্রতিক মাসগুলোতে ডোডিক আবারো বিচ্ছিন্নতার হুমকি দিয়ে বসনিয়ার কেন্দ্রীয় সরকারকে অস্থির করে তুলেছিলেন, যা দেশটির স্বাধীনতার পর থেকে অন্যতম বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা হয়। যুদ্ধের পর বসনিয়া দুই অংশে বিভক্ত হয়—সার্ব-নিয়ন্ত্রিত রিপাবলিকা সার্পস্কা এবং মুসলিম-ক্রোয়েশীয় ফেডারেশন; এই দুটি অংশ দুর্বল কেন্দ্রীয় প্রশাসনের অধীনে পরিচালিত হয়।

বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক দূত ক্রিশ্চিয়ান শ্মিটের গৃহীত সিদ্ধান্ত অমান্যের দায়ে বসনিয়ার আদালত ডোডিককে দোষী সাব্যস্ত করে। এতে তাকে পদ থেকে অপসারণ করা হয় এবং ছয় বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।

এই মাসের শুরুতে রিপাবলিকা সার্পস্কার পার্লামেন্ট ডোডিকের ঘনিষ্ঠ সহযোগী আনা ত্রিসিচ বাবিচকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র শুধু ডোডিকের নয়, বসনিয়ার যৌথ প্রেসিডেন্ট পরিষদের সার্ব সদস্য জেলজকা সিভিজানোভিচ, আরএস পার্লামেন্টের স্পিকার নেনাদ স্টেভান্ডিচসহ আরও কয়েক ডজন সার্ব কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

ডোডিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেন, “রিপাবলিকা সার্পস্কা ও তাদের পরিবারের প্রতি ওবামা ও বাইডেন প্রশাসনের করা অবিচার সংশোধনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” তিনি এই সিদ্ধান্তকে “সত্যের নৈতিক পুনর্বাসন” বলে আখ্যায়িত করেন।

তার মতে, “প্রমাণিত হলো, আমাদের বিরুদ্ধে করা অভিযোগগুলো ছিল মিথ্যা ও অপপ্রচার, যা ক্রিশ্চিয়ান শ্মিট বড় ধরনের সংকট সৃষ্টি করতে ব্যবহার করেছিলেন। এখন সেই জট খুলতে হবে।”

বসনিয়ার নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ২৩ নভেম্বর আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে ২০২৬ সালের নির্ধারিত সাধারণ নির্বাচন পর্যন্ত রিপাবলিকা সার্পস্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা যায়।

0%
0%
0%
0%