ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন ইলন মাস্ক, সম্মানসূচক সোনার চাবি উপহার প্রেসিডেন্টের

ছবিঃ সংগ্রহকৃত
বিশ্বখ্যাত উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্ককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল ট্রাম্প প্রশাসন। শুক্রবার ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই বিদায় জানান। এ সময় প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে মাস্কের ভূয়সী প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইলন এক কথায় দুর্দান্ত। তিনি প্রশাসনে যোগদানের পর থেকে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তার উপস্থিতিতেই আমরা খুব অল্প সময়ের মধ্যেই প্রশাসনের ভিতরে বড় ও কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। তিনি না থাকলে হয়তো এই পরিবর্তন আনতে কয়েক প্রজন্ম লেগে যেত।”
ট্রাম্প আরও বলেন, “আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন, তবে আমি মনে করি এটি চূড়ান্ত বিদায় নয়। ইলন অতীতেও আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও আমাদের সংস্পর্শে থাকবেন—তার এখনো অনেক কিছু দেবার আছে।”
এই বিদায়ী আয়োজনে ইলন মাস্ককে উপহার হিসেবে একটি বড় সোনার চাবি তুলে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষভাবে তৈরি একটি কাঠের বাক্সে রাখা ছিল উপহারটি। প্রেসিডেন্ট বলেন, “এ ধরনের উপহার আমি কেবলমাত্র বিশেষ কিছু মানুষকেই দিয়ে থাকি।”
দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবে মাস্ককে এই উপহার দেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছিলেন ইলন মাস্ক। নির্বাচনে বিজয়ের পর, গত ২০ জানুয়ারি ট্রাম্প তাকে নতুন গঠিত “ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি”-র প্রধান হিসেবে নিয়োগ দেন। এই পদে মাস্কের মূল দায়িত্ব ছিল সরকারের অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ ও প্রশাসনিক দক্ষতা বাড়ানো।
মাস্কের বিদায়ে ট্রাম্প প্রশাসনে একটি অধ্যায়ের অবসান হলেও ভবিষ্যতে কোনো না কোনোভাবে তাকে আবারও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে দেখা যেতে পারে—এমন ইঙ্গিতই মিলেছে প্রেসিডেন্টের বক্তব্যে।