সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে আশাবাদী ইউক্রেন, আংশিক যুদ্ধবিরতি আলোচনায়

"সৌদি আরবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের আলোচনায় রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির বিষয়টি আলোচনায় আসে, তবে সমর্থন পুনর্বহালের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে।"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ 12, 2025 12:58 পূর্বাহ্ন

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে আশাবাদী ইউক্রেন, আংশিক যুদ্ধবিরতি আলোচনায়। ইউক্রেন জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা “গঠনমূলকভাবে” এগোচ্ছে, যেখানে রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির বিষয়টি আলোচনায় রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই কিয়েভ মস্কোর ওপর তিন বছরের যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা। তবে রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ওপর চাপ বৃদ্ধি করেছেন, যাতে তারা ২০২২ সালে রাশিয়ার আক্রমণের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটায়।

যুদ্ধবিরতির শর্ত ও সামরিক সহায়তা পুনর্বহালের চেষ্টা

হোয়াইট হাউসে সম্প্রতি প্রকাশ্যে ভর্ৎসনার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং স্যাটেলাইট চিত্রের অ্যাক্সেস বন্ধ করে দেয়। এখন ইউক্রেন আশা করছে, আকাশ ও সমুদ্রপথে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ওয়াশিংটনের কাছ থেকে পুনরায় সহায়তা আদায় করা সম্ভব হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রি ইয়ারমাক সাংবাদিকদের বলেন, “আমরা শান্তি অর্জনের জন্য সবকিছু করতে প্রস্তুত।”

একজন ইউক্রেনীয় কর্মকর্তা, যিনি নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, আলোচনা “ভালোভাবে চলছে, অনেক বিষয়ে আলোচনা হয়েছে।”

কিয়েভ দাবি করেছে, মস্কো ও অন্যান্য এলাকায় রাতভর চালানো “ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা” রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আকাশ ও সমুদ্রপথে যুদ্ধবিরতির ব্যাপারে রাজি করানোর একটি কৌশল।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা আন্দ্রি কোভালেঙ্কো বলেন, “এটি পুতিনের জন্য একটি বাড়তি সংকেত যে তাকেও আকাশে যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহী হতে হবে।”

রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর ৩৩৭টি ড্রোন প্রতিহত করেছে, যদিও এই হামলায় তিনজন নিহত হয়েছে।

খনিজ সম্পদের চুক্তি নিয়ে মতভেদ

সোমবার জেদ্দায় সৌদি আরবের ডি-ফ্যাক্টো শাসকের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে গত মাসে হোয়াইট হাউসে তিনি যুক্তরাষ্ট্রের চাপানো একটি খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর না করেই ফিরে আসেন।

যদিও জেলেনস্কি বলেছেন, তিনি এখনো চুক্তিটি স্বাক্ষর করতে রাজি, তবে রুবিও জানিয়েছেন, এটি মঙ্গলবারের আলোচনার মূল বিষয় নয়।

রুবিও, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে বৈঠকে ছিলেন, বলেছেন, সামরিক সহায়তা স্থগিত করা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, “আশা করি, আমরা ভালো বৈঠক করতে পারব এবং ভালো খবর দিতে পারব।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের প্রতিরক্ষামূলক অভিযানের জন্য গোয়েন্দা সহায়তা বন্ধ করেনি।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “যেহেতু (শান্তি) আলোচনা এখনো হয়নি, তাই এটি ব্যাহত হওয়ার কিছু নেই।”

যুদ্ধ সমাপ্তির সম্ভাবনা ও মার্কিন অবস্থান

গত মাসে হোয়াইট হাউসে এক বিতর্কিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে রাশিয়ার প্রতিশ্রুতির ওপর কেন তারা আস্থা রাখবে না, তা তুলে ধরেন।

পরবর্তীতে তিনি ট্রাম্পের কাছে একটি অনুতপ্ত চিঠি লেখেন।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইউক্রেন আকাশ ও সমুদ্রপথে আংশিক যুদ্ধবিরতির বিষয়ে তাদের সমর্থন প্রকাশ করবে বলে এক ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবে সন্তুষ্ট হতে পারে।

তিনি বলেন, “আমি বলছি না যে এটি যথেষ্ট হবে, তবে এটি এমন একটি ছাড় যা যুদ্ধ বন্ধ করতে প্রয়োজন।”

রুবিও আরও বলেন, তিনি এই বৈঠক থেকে “চূড়ান্ত চুক্তির মানচিত্র আঁকার” আশা করছেন না, তবে তিনি রাশিয়ার কাছে কিছু নতুন প্রস্তাব নিয়ে যাবেন।

গত মাসে রুবিও ও ওয়াল্টজ সৌদি আরবে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন, যা প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় স্থগিত থাকা উচ্চপর্যায়ের যোগাযোগ পুনরায় শুরু করে।

ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন, যদিও তার হঠাৎ নীতিগত পরিবর্তন—যেমন ইউক্রেনকে যুদ্ধের জন্য দায়ী করা এবং জাতিসংঘে রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া—মিত্রদের বিস্মিত করেছে।

রুবিও সোমবার বলেন, আসন্ন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে “শত্রুতামূলক” ভাষার বিরোধিতা করবে।

সূত্র: এ এফ পি

0%
0%
0%
0%