যুক্তরাষ্ট্রে হাইয়ুন্ডাই কারখানায় ব্যাপক ইমিগ্রেশন রেইডে আটক দক্ষিণ কোরীয় নাগরিকদের দেশে ফেরানো নিয়ে আলোচনা সম্পন্ন

যুক্তরাষ্ট্রে হাইয়ুন্ডাই কারখানায় ব্যাপক ইমিগ্রেশন রেইডে আটক দক্ষিণ কোরীয় নাগরিকদের দেশে ফেরানো নিয়ে আলোচনা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 7, 2025 7:03 অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, জর্জিয়ার একটি হাইয়ুন্ডাই কারখানায় অনুষ্ঠিত ব্যাপক ইমিগ্রেশন রেইডে আটক তার নাগরিকদের দেশে ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষ হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির প্রধান কর্মদল কর্মকর্তা কাং হুন-সিক বলেন, প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে চার্টার্ড বিমান পাঠিয়ে আটক নাগরিকদের দেশে ফেরানো হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ভিসা ব্যবস্থায় সংস্কার আনার চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ৪৭৫ জনকে আটক করেছে, যার মধ্যে ৩০০-এর বেশি দক্ষিণ কোরীয়। তারা দাবি করেছে, এই ব্যক্তিরা অবৈধভাবে ব্যাটারি উৎপাদন কারখানায় কাজ করছিলেন, যা জর্জিয়ায় অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ প্রকল্প।

হোয়াইট হাউস এই অভিযানকে সমর্থন করেছে এবং বলেছে, এটি বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলবে এমন উদ্বেগ অপ্রয়োজনীয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রেইডের পর বলেন, “এরা অবৈধ অভিবাসী ছিলেন, এবং আইসিই কেবল তাদের কাজ করছে।”

বিজ্ঞাপন

আইসিই প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এশীয় কর্মীদের একটি ভবনের সামনে হ্যান্ডকাফে বন্দি রাখা হয়েছে, কেউ কেউ হলুদ ভেস্ট পরেছেন, যাতে লেখা আছে “Hyundai” ও “LG CNS”। আইসিই জানায়, “সংক্ষিপ্ত মেয়াদী বা অবকাশভিত্তিক ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদিত নয়। এই অভিযান আমেরিকান চাকরি রক্ষায় জরুরি।”

হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন্স বিশেষ এজেন্ট স্টিভেন শ্রাঙ্ক বলেন, “যারা ব্যবস্থাকে শোষণ করে এবং আমাদের শ্রমশক্তি ক্ষুণ্ণ করে, তাদের জবাবদিহি নিশ্চিত করা হবে।”

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তারা আমেরিকায় কয়েক কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, অংশত শুল্কের প্রভাব কমানোর উদ্দেশ্যে।

রেইডের সময়কাল এমনভাবে এসেছে, যখন দুই দেশের মধ্যে সংবেদনশীল বাণিজ্য আলোচনা চলছে। ট্রাম্প বিদেশি বিনিয়োগ আকর্ষণকে উৎসাহিত করছেন, তবে একই সঙ্গে ভিসা বরাদ্দ কঠোর করছেন।

এ ঘটনায় যুক্ত হাইয়ুন্ডাইয়ের অংশীদার এলজি এনার্জি সলিউশন জানিয়েছে, তাদের অনেক কর্মী বিভিন্ন ভিসা বা ভিসা ছাড়পত্রে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক সফরে ছিলেন। কোম্পানিটি ঘোষণা করেছে, বেশিরভাগ ব্যবসায়িক সফর স্থগিত করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রে থাকা কর্মীদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এই রেইডকে “শক” হিসেবে বর্ণনা করেছে। ডং-এ ইলবো সংবাদপত্র সতর্ক করেছে, এটি “আমাদের ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।”

কারখানাটি নতুন বৈদ্যুতিক যানবাহন তৈরি করছে এবং জর্জিয়ার রিপাবলিকান গভর্নর এটি রাজ্যের ইতিহাসের বৃহত্তম অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প হিসেবে উল্লেখ করেছিলেন। এখানে ১,২০০ জন কর্মী কাজ করেন।

আটককৃত কর্মীরা জর্জিয়ার ফোকস্টনে একটি আইসিই কেন্দ্রে রাখা হয়েছে। এলজি এনার্জি সলিউশন জানিয়েছে, তাদের ৪৭ জন কর্মী এবং যৌথ উদ্যোগের ঠিকাদারি কোম্পানির প্রায় ২৫০ জন কর্মী আটক হয়েছেন।


তথ্যসূত্র: BBC

সম্পর্কিত- গ্রেফতার
0%
0%
0%
0%