পোল্যান্ডে ন্যাটো ও পোলিশ যুদ্ধবিমানে ভূপাতিত রুশ ড্রোন

পোল্যান্ডে ন্যাটো ও পোলিশ যুদ্ধবিমানে ভূপাতিত রুশ ড্রোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 10, 2025 7:39 অপরাহ্ন

পোল্যান্ডের আকাশসীমায় অন্তত তিনটি রুশ ড্রোন ভূপাতিত করেছে ন্যাটো ও পোলিশ যুদ্ধবিমান। ইউক্রেনের ওপর রাতভর আক্রমণের সময় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

বিজ্ঞাপন

মঙ্গলবার সংসদে বক্তব্যে টাস্ক জানান, পোল্যান্ড ১৯টি ড্রোন অনুপ্রবেশ রেকর্ড করেছে। এর মধ্যে কয়েকটি এতটাই গভীরে প্রবেশ করে যে, ওয়ারশ’র মূল বিমানবন্দর শপেনসহ চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

প্রধানমন্ত্রী এ ঘটনাকে “উসকানি” হিসেবে উল্লেখ করে বলেন, “এই ড্রোনগুলো ভূপাতিত হওয়ায় রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তন ঘটেছে। আমরা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছি এমন দাবি করার কারণ নেই, তবে একটি সীমারেখা অতিক্রম করা হয়েছে, যা পরিস্থিতিকে আগের তুলনায় বহুগুণ বিপজ্জনক করে তুলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই আমাদের সবচেয়ে বড় সংঘাতের কাছাকাছি নিয়ে এসেছে।”

এটি মস্কোর ২০২২ সালের পূর্ণমাত্রায় ইউক্রেন আগ্রাসনের পর প্রথমবারের মতো কোনো ন্যাটো সদস্য রাষ্ট্রের ভেতরে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা।

বিজ্ঞাপন

রাশিয়া এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিষয়, মন্তব্য করার এখতিয়ার আমাদের নয়।” অন্যদিকে পোল্যান্ডে রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দাবি করেছেন, ওয়ারশ প্রমাণ দেয়নি যে ড্রোনগুলো রুশ উৎসের।

পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিতে কেউ হতাহত হয়নি। এ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে সাতটি ড্রোন ও একটি অজ্ঞাত বস্তুর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি পূর্বাঞ্চলীয় লুবলিন প্রদেশে, একটি মধ্যাঞ্চলের ম্নিশকুভ গ্রামে এবং আরেকটি উত্তরাঞ্চলীয় এলব্লঙ শহরের কাছে পাওয়া গেছে।

ঘটনার পর বুধবার সকালে জরুরি বৈঠক ডেকে টাস্ক ন্যাটো চুক্তির ধারা ৪ সক্রিয় করার আহ্বান জানান, যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তাৎক্ষণিক পরামর্শ বৈঠক ডাকার প্রক্রিয়া। এ বিষয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন টাস্ক ও প্রেসিডেন্ট কারোল নাওরকি। রুটে এ ঘটনায় ন্যাটোর দ্রুত প্রতিক্রিয়াকে “খুবই সফল” বলে প্রশংসা করেছেন।

বেলারুশ দাবি করেছে, রুশ ড্রোনগুলো নেভিগেশন সিস্টেমে গোলযোগের কারণে দুর্ঘটনাবশত পোল্যান্ডের আকাশে প্রবেশ করেছে।

পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, ন্যাটো ও পোল্যান্ডের রাডার সিস্টেমে এসব ড্রোন শনাক্ত করা হয়। এ কারণে রাতভর রাজধানী ওয়ারশ’র শপেন ও মডলিন বিমানবন্দরসহ রেজশভ-ইয়াসিওনকা ও লুবলিন বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ থাকে। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে গদান্স্ক, কাতোভিস, ভ্রোৎসোয়াভ, পোজনান ও কোপেনহেগেনে ঘুরিয়ে দেওয়া হয়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ওই রাতে রাশিয়া ইউক্রেনের ওপর ৪০০-র বেশি ড্রোন ও ৪২টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, “এটি ইউরোপের জন্য অত্যন্ত বিপজ্জনক নজির।”

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা সামাজিক মাধ্যমে লিখেছেন, “পুতিন পশ্চিমকে পরীক্ষা করছেন। এখন দুর্বল প্রতিক্রিয়া দেখানো হলে রাশিয়া আরও আগ্রাসী হয়ে উঠবে— এবং তখন রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউরোপের আরও ভেতরে উড়ে যাবে।”

তথ্যসূত্র: BBC

0%
0%
0%
0%