ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু, বাস্তুচ্যুত পরিবারগুলো ফিরছে উত্তর গাজায়

গাজা উপত্যকার উল্লেখযোগ্য অংশ থেকেইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু করেছে বলে জানা গেছে। এরই মধ্যে পশ্চিমাঞ্চলীয় আবাসিক এলাকা থেকে বহু বাস্তুচ্যুত পরিবার গাজা সিটির মূল অংশের দিকে ফিরে যেতে শুরু করেছে—যেখান থেকে তাদের জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটি ব্রিগেড ও ডিভিশন গাজার মধ্যাঞ্চল থেকেও সরে গেছে। কেন্দ্রীয় গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্প এলাকায়ও বহু পরিবার উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তবে তারা এখনো নেটজারিম করিডর এলাকায় প্রবেশের অপেক্ষায় আছে—যেখানে দীর্ঘদিন ধরে ইসরায়েলি সেনারা মোতায়েন ছিল।
বাসিন্দারা জানিয়েছেন, তারা সেই অঞ্চলে প্রবেশ করবেন কেবল তখনই, যখন শেষ ইসরায়েলি ট্যাংকটিও এলাকা ছেড়ে যাবে।
তবে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। আজ সকাল থেকেই ইসরায়েলি ড্রোন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সকালে বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে, যেখানে মানুষ নিজেদের বাড়িতে ফেরার জন্য একত্র হচ্ছিলেন।
বিশ্লেষকদের মতে, একদিকে সেনা প্রত্যাহার শুরু হলেও অন্যদিকে এসব সামরিক তৎপরতা প্রশ্ন তুলেছে—গাজায় প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসছে কি না।
