মধ্যপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: পাকিস্তানের সন্ত্রাসবাদ ও পারমাণবিক হুমকি নিয়ে কঠোর বার্তা

মধ্যপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: পাকিস্তানের সন্ত্রাসবাদ ও পারমাণবিক হুমকি নিয়ে কঠোর বার্তা
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ সেপ্টেম্বর 17, 2025 7:30 অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশ সফর করেছেন। বুধবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজ্যটির ধার এলাকা পরিদর্শন করেন। মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশের প্রথম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল পিএম মিত্র পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মধ্যপ্রদেশ থেকে দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মোদি পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র আখ্যা দিয়ে জানান, ইসলামাবাদের পারমাণবিক হুমকির সামনে ভারত কখনও মাথা নত করবে না।

বিজ্ঞাপন

মোদি বলেন, ভারতীয় সেনারা অপারেশন সিদুরের মাধ্যমে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর অভিযান চালিয়ে শত্রুকে দমন করতে সক্ষম। তিনি আরও বলেন, নতুন ভারত পারমাণবিক হুমকিতেও ভয় পায় না এবং ভারতীয় বাহিনী শত্রুদের ধ্বংস করার জন্য ঘরে ঢুকে অভিযান চালাতে পারে।

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, পাকিস্তান অর্থায়নে জয়শে মোহাম্মদ (জিইএম) সশস্ত্র গোষ্ঠী সীমান্তবর্তী এলাকায় নাশকতায় লিপ্ত ছিল এবং জম্মু-কাশ্মীরের পেহলগামে পর্যটকদের উপর হামলা চালিয়েছে। ভারতের অপারেশন সিদুরে গোষ্ঠীর প্রধান মাওলানা মাসুদ আজহার ও তার পরিবারের সবাই নিহত হয়েছে। মোদি বলেন, পাকিস্তান এসব সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করে দিল্লির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে।

তিনি জোর দিয়ে বলেন, জেসিএ মোহাম্মদ কাশ্মীরের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে একীভূত করাই তাদের মূল লক্ষ্য

বিজ্ঞাপন

তথ্যসূত্র: ANI

সম্পর্কিত- নরেন্দ্র মোদি
0%
0%
0%
0%