চীনে ভয়াবহ সেতু ধস: মাঝ আকাশে ঝুলে গেল ট্রাক, অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন চালক

চীনে ভয়াবহ সেতু ধস: মাঝ আকাশে ঝুলে গেল ট্রাকের ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 26, 2025 3:45 অপরাহ্ন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে ঘটে গেল এক রোমহর্ষক দুর্ঘটনা। প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার (২৪ জুন) সকালে জুয়ানই শহরের একটি মহাসড়কের সেতু ধসে পড়ে, আর তার ঠিক মাঝখানে একটি ট্রাক ঝুলে থাকে মাঝ আকাশে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়, এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সাড়া ফেলে দেয় বিশ্বজুড়ে। ঝুলে থাকা ট্রাক ও ধসে পড়া সেতুর ভিডিওটি রয়টার্স “X” (পূর্বতন টুইটার)-এ প্রকাশ করে, যা ইতিমধ্যেই ৪২ হাজারেরও বেশি ভিউ অর্জন করেছে।

সেতু ধসের মুহূর্তে চালকের বর্ণনা: ‘হঠাৎ সেতুটা উধাও হয়ে গেল’

ট্রাকচালক ইউ গোচুন (You Guochun) সাংহাই আই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন,

“যখন ট্রাকের সামনের অংশটা সেই জায়গায় পৌঁছায়, যেটা পরে ধসে পড়ে, আমি টের পাই মাটি যেন একটু দুলে উঠলো। সঙ্গে সঙ্গে ব্রেক চাপি, কিন্তু ট্রাকের গতি আমাকে ঠেলে নিয়ে যায়। হঠাৎ দেখি সামনে আর কিছুই নেই—পুরো সেতু উধাও! আমি ভয় পেয়ে একদম জমে গিয়েছিলাম।”

সেতুর এই অংশটি জিয়ামেন-চেংদু এক্সপ্রেসওয়ের অন্তর্গত, যেটি দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশের ঝুনই শহরের মধ্য দিয়ে গেছে। ভূমিধসটি এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই সেতুর বিশাল একটি অংশ ধসে পড়ে।

অলৌকিক উদ্ধার

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জরুরি সেবা কর্মীরা। দমকল কর্মীরা একটি মই ট্রাকের ছাদে ছুঁড়ে দেন এবং অত্যন্ত সতর্কতার সাথে চালককে নিরাপদে উদ্ধার করেন।
অবাক করার মতো হলেও, এই ভয়ানক দুর্ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়

এই হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে। কেউ লিখেছেন—

“প্রকৃতির শক্তি কোনো ঠাট্টা নয়।”
আরেকজন কটাক্ষ করে বলেন,
“ব্রিজ: মেইড ইন চায়না, ভাই।”
অনেকেই শুধুই বিস্ময় প্রকাশ করেছেন,
“হোলি কাউ!”
“আল্লাহু রহম কর!”

যদিও ভিডিওতে একটি মাত্র ট্রাক দেখা যায়, পরে স্থানীয় কর্তৃপক্ষ জানায় যে ধসে পড়া অংশের নিচে আরও তিনটি গাড়ির সন্ধান পাওয়া গেছে। সৌভাগ্যবশত, এসব গাড়ির ভেতরে কোনো ব্যক্তি ছিলেন না।

প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত চীন

গ্রীষ্মকালীন মৌসুমে চীনের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে বন্যা ও ভূমিধস—প্রায় নিয়মিত ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকাগুলোর সড়ক ও সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

বর্তমানে দুর্ঘটনাস্থলে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সেতুটির বাকি অংশ পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।


তথ্যসূত্র: রয়টার্স, সাংহাই আই, স্থানীয় প্রশাসন

সম্পর্কিত-
0%
0%
0%
0%