হিটলারের মৃত্যু নিয়ে নতুন করে প্রশ্ন, আর্জেন্টিনায় পালিয়ে যাওয়ার দাবি সাবেক সিআইএ এজেন্টের

একটি সংবাদ প্রতিবেদন যেখানে সিআইএর সাবেক এজেন্ট বব বেয়ারের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, এডলফ হিটলার আত্মহত্যা করেননি বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন। প্রতিবেদনে উঠে এসেছে হিটলারের মৃত্যুর রহস্য নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব, মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন অভিযান এবং আর্জেন্টিনায় আশ্রয় নেয়া নাৎসি সদস্যদের গোপন নথি প্রকাশের সম্ভাবনার কথা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল 24, 2025 1:04 পূর্বাহ্ন

সাবেক এজেন্ট বব বেয়ারের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকেও হিটলার জীবিত ছিলেন এবং যুদ্ধশেষে তিনি আর্জেন্টিনায় পালিয়ে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হিটলারের মৃত্যু নিয়ে প্রচলিত ইতিহাস ভুল হতে পারে। তার পালিয়ে যাওয়ার পক্ষে আমাদের হাতে জোরালো প্রমাণ রয়েছে।”

১৯৪৫ সালের ৩০ এপ্রিল বার্লিনের এক সুরক্ষিত বাংকারে আত্মহত্যা করেন হিটলার—এমনটাই প্রচলিত ইতিহাস। তার আংশিক পুড়ে যাওয়া মরদেহ গোপনে সমাহিত করা হয় এবং পরে উত্তোলন করে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করে সোভিয়েত ইউনিয়ন। তবে সেসব তথ্যে সন্দেহ প্রকাশ করে আসছেন অনেকে।

বব বেয়ার জানান, হিটলারের মৃত্যুর পর অন্তত ১০ বছর ধরে দক্ষিণ আমেরিকায় তার সন্ধানে গোপন অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এ থেকেই স্পষ্ট, হিটলারের মৃত্যু নিয়ে সংশয় ছিল যুক্তরাষ্ট্রেরও।

বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্তত ৫,০০০ নাসি সদস্য আশ্রয় নিয়েছিল আর্জেন্টিনায়। সেই দেশেই গোপনে হিটলারের আশ্রয় নেয়ার গুঞ্জন বহু দিন ধরেই শোনা যায়। সম্প্রতি আর্জেন্টিনা সরকার দেশটিতে আশ্রয় নেয়া নাৎসি সমর্থকদের গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছে।

বব বেয়ারের মতে, এই নথিগুলো প্রকাশ হলে হিটলারের মৃত্যুর ইতিহাস নতুন করে লিখতে হতে পারে। তার দাবি, আত্মহত্যার নাটক সাজিয়ে হিটলার তার অনুসারীদের নিয়ে নাৎসি সাম্রাজ্য পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন, সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এটি শুধুই একটি ষড়যন্ত্র তত্ত্ব হলেও, বব বেয়ারের মতো একজন প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তার এমন বক্তব্য হিটলারের মৃত্যু নিয়ে নতুন করে সন্দেহ সৃষ্টি করছে।

সূত্র: ডেইলি মেইল, সিআইএর সাবেক এজেন্ট বব বেয়ার সাক্ষাৎকার।

সম্পর্কিত-
0%
0%
0%
0%