বিশ্বজুড়ে ২০ লাখ মানুষকে বিশুদ্ধ পানি দেবে ‘টিম ওয়াটার’, মিস্টার বিস্টের নতুন উদ্যোগে চমক

বিশ্বজুড়ে ২০ লাখ মানুষকে বিশুদ্ধ পানি দেবে ‘টিম ওয়াটার’, মিস্টার বিস্টের নতুন উদ্যোগে চমক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 5, 2025 10:22 অপরাহ্ন

বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (Mr Beast) আবারও বড়সড় মানবিক কার্যক্রমে নেমেছেন। এবার তার লক্ষ্য—বিশ্বের ২০ লাখ মানুষের জন্য দীর্ঘমেয়াদী বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। ‘টিম ওয়াটার’ (Team Water) নামের এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যেই আফ্রিকার মালাউই, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, নেপাল, ইকুয়েডর, জাম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের মিসিসিপিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিশ্বজুড়ে ২০ লাখ মানুষকে বিশুদ্ধ পানি দেবে ‘টিম ওয়াটার’, মিস্টার বিস্টের নতুন উদ্যোগে চমক

প্রকল্পের সূচনা হয় মালাউইর একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে একটি নতুন পানির পাম্প বসানো হয়েছে, যা এক হাজারের বেশি মানুষের জন্য বিশুদ্ধ পানির উৎস হয়ে উঠেছে। উদ্বোধনী পানির গ্লাসটি পান করেন গ্রামের প্রধান। আগে যেখানকার মানুষ পুকুর-ডোবায় জমে থাকা ময়লাযুক্ত পানি খেয়ে বাঁচতেন, এখন তারা পেয়েছেন নিরাপদ পানির সহজলভ্য উৎস।

মিস্টার বিস্ট জানিয়েছেন, “আমরা ৪ কোটি ডলার তুলতে চাই, যাতে ২০ লাখ মানুষকে দীর্ঘমেয়াদে বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়।” এ লক্ষ্যে ৩ হাজারেরও বেশি কনটেন্ট ক্রিয়েটর এক হয়েছেন, যাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৩ বিলিয়নেরও বেশি।

এ প্রকল্পে অংশ নিয়েছেন জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক ইউটিউবার মার্ক রোবার, স্টোকস টুইনস, ইয়োলো সহ বহু প্রভাবশালী ব্যক্তি। কলম্বিয়ায় গিয়ে তারা একটি স্থানীয়ভাবে তৈরি পানির পাম্পের পাশে আধুনিক ফিল্টার সিস্টেম স্থাপন করেছেন, যা তিন ধাপে পানি পরিশোধন করে নিরাপদ করে তোলে।

বিজ্ঞাপন

নেপালের একটি পাহাড়ি অঞ্চলে তৈরি করা হচ্ছে ১৫ হাজার লিটার ধারণক্ষম একটি পানি সংরক্ষণ ট্যাংক, যা ২০ বছর পর্যন্ত টিকে থাকবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে যেখানে পানি সংকটে একটি বৃদ্ধাশ্রম সমস্যায় পড়েছিল, সেখানে বসানো হয়েছে “অ্যাটমসফেরিক ওয়াটার জেনারেটর” নামের একটি বিশেষ যন্ত্র, যা বাতাস থেকে পানি তৈরি করে।

জাম্বিয়ার এক গ্রামে ৯ হাজার মানুষ নিরাপদ পানির জন্য নির্ভর করতেন দূষিত, অরক্ষিত কূপের উপর। সেখানে স্থাপন করা হয়েছে বিশাল পানির ট্যাংক ও আধুনিক স্টেশন, যা দূষণমুক্ত পানি সরবরাহ করছে। এছাড়াও, শিশুদের জন্য তৈরি করা হয়েছে খেলার মাঠ, আর সরবরাহ করা হয়েছে ফিল্টারযুক্ত পানি বহনযোগ্য ব্যাগ।

এই বিশাল প্রকল্পের মূল সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা WaterAid এবং DigDeep, যারা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতে এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে।

মিস্টার বিস্ট বলেন, “আমরা টিম ট্রিজ ও টিম সিসের মাধ্যমে বিশ্ববাসীকে পরিবেশরক্ষায় এক করেছি। এবার টিম ওয়াটারের মাধ্যমে পানি সংকটে থাকা মানুষের পাশে দাঁড়াচ্ছি।”

ইতোমধ্যেই শপিফাই প্রতিষ্ঠান ৫ লাখ ডলার অনুদান দিয়েছে এবং ইউটিউব ঘোষণা করেছে, তারা প্রথম ২০ লাখ ডলারের সমপরিমাণ অনুদান দিয়েছে।

প্রতি ১ ডলার অনুদানে গড়ে একজন মানুষ এক বছরের জন্য বিশুদ্ধ পানি পাবে। বিশ্বের প্রান্তে প্রান্তে বিশুদ্ধ পানির সংকটে থাকা কোটি কোটি মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে আপনিও অংশ নিতে পারেন—teamwater.org ওয়েবসাইটে গিয়ে অনুদান দিয়ে।


প্রসঙ্গত: টিম ট্রিজে ২ কোটি গাছ রোপণ এবং টিম সিসে ৩ কোটি পাউন্ড সমুদ্রের ময়লা পরিস্কার করার পর এবার ‘টিম ওয়াটার’ মিশনে এগিয়ে যাচ্ছে পুরো দুনিয়ার হাজারো কনটেন্ট ক্রিয়েটর।


সম্পর্কিত- মিস্টার বিস্ট
0%
0%
0%
0%