১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’: দেশের সব মোবাইল ব্যবহারকারীদের জন্য ১ জিবি বিনামূল্যের ইন্টারনেট

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার নির্ধারিত ‘ফ্রি ইন্টারনেট ডে’ উদযাপনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো জনগণের প্রত্যাশা পূরণ এবং জনস্বার্থে ডিজিটাল সেবাকে উৎসাহিত করা।
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ জুলাই 18, 2025 12:44 অপরাহ্ন

শুক্রবার, ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহকরা পাবেন ১ জিবি ইন্টারনেট একদম ফ্রি, যা ৫ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার নির্ধারিত ‘ফ্রি ইন্টারনেট ডে’ উদযাপনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো জনগণের প্রত্যাশা পূরণ এবং জনস্বার্থে ডিজিটাল সেবাকে উৎসাহিত করা

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মোনিরুজ্জামান জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে (৩ জুলাই) এবং কমিশনের ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী (৮ জুলাই), ৯ জুলাই মোবাইল অপারেটরদের এই নির্দেশনা পাঠানো হয়।

কীভাবে পাবেন ১ জিবি ফ্রি ইন্টারনেট?

গ্রাহকদের নির্দিষ্ট কোড ডায়াল করে ১ জিবি ফ্রি ডেটা অ্যাক্টিভেট করতে হবে। কোডগুলো হলো—

  • গ্রামীণফোন (GP): *121*1807#
  • রবি/এয়ারটেল: *4*1807#
  • বাংলালিংক: *121*1807#
  • টেলিটক: *111*1807#

ফ্রি ডেটা প্যাকটি ১৮ জুলাই শুক্রবার থেকে পরবর্তী ৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিটিআরসি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে জনগণের মাঝে ইন্টারনেট ব্যবহারে আগ্রহ বাড়বে এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাবে দেশ


0%
0%
0%
0%