অ্যাপলের বড় সিদ্ধান্ত: Siri-তে নিজস্ব নয়, OpenAI বা Anthropic-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কথা ভাবছে কোম্পানি

অ্যাপলের বড় সিদ্ধান্ত: Siri-তে নিজস্ব নয়, OpenAI বা Anthropic-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কথা ভাবছে কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ জুলাই 1, 2025 6:40 অপরাহ্ন

বিশ্ব প্রযুক্তি জগতে বড় এক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল তার জনপ্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট Siri-কে আরও উন্নত করতে OpenAI বা Anthropic-এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে — যা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ‘নিজস্ব মডেল’-নির্ভর নীতিতে এক বড় বাঁকবদল।

সোমবার (১ জুলাই) এই প্রতিবেদন প্রকাশের পর বিনিয়োগকারীদের আস্থা বেড়ে যায় এবং অ্যাপলের শেয়ারদর ২% বৃদ্ধি পেয়ে বাজার বন্ধ হয়।

তৃতীয় পক্ষের AI ব্যবহারের দিকে ঝুঁকছে অ্যাপল

ব্লুমবার্গ জানায়, Siri-তে ভবিষ্যৎ সংস্করণে ব্যবহারের জন্য অ্যাপল ইতিমধ্যেই OpenAI ও Amazon-সমর্থিত Anthropic-এর সঙ্গে আলোচনা করেছে। আলোচনায় অ্যাপল অনুরোধ করেছে যেন এই সংস্থাগুলো তাদের বড় ভাষা মডেল (Large Language Model বা LLM)-এর এমন সংস্করণ তৈরি করে, যা অ্যাপলের নিজস্ব ক্লাউড অবকাঠামোতে পরীক্ষামূলকভাবে চালানো সম্ভব।

তবে এই আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অ্যাপল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই প্রতিবেদনে বলা হয়েছে।

Anthropic মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, আর অ্যাপল ও OpenAI কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Siri-তে AI উন্নয়ন বিলম্বিত, নেতৃত্বে পরিবর্তন

চলতি বছরের মার্চে অ্যাপল জানিয়েছিল, Siri-তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) বড় ধরনের উন্নয়ন ২০২৬ সাল পর্যন্ত বিলম্বিত হবে। যদিও এই বিলম্বের কারণ সে সময় স্পষ্টভাবে জানানো হয়নি।

এরপর মার্চেই ব্লুমবার্গ আরেক প্রতিবেদনে জানায়, অ্যাপল AI বিভাগে নেতৃত্বে বড় পরিবর্তন আনে। Siri প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় মাইক রকওয়েলকে, যিনি আগেই অ্যাপলের মিশ্র বাস্তবতা দল পরিচালনা করেছেন। জানা যায়, অ্যাপলের CEO টিম কুক Siri-এর AI উন্নয়ন নিয়ে তৎকালীন AI প্রধান জন জিয়ানান্দ্রিয়ার উপর থেকে আস্থা হারান, যার জেরে এই নেতৃত্ব পরিবর্তন ঘটে।

WWDC 2025-এ Apple-এর AI কৌশল

২০২৫ সালের জুনে অনুষ্ঠিত Apple-এর বার্ষিক Worldwide Developers Conference (WWDC)-এ প্রতিষ্ঠানটি AI নিয়ে প্রতিদ্বন্দ্বী Microsoft বা Google-এর মতো উচ্চাকাঙ্ক্ষী ঘোষণা না দিয়ে বরং বাস্তব জীবনের ছোট ছোট কাজ সহজ করে এমন ফিচার তুলে ধরে। উদাহরণস্বরূপ, লাইভ ফোন কল অনুবাদ সুবিধা।

সেখানে Apple-এর সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডারিঘি জানান, Apple এখন তার নিজস্ব ফাউন্ডেশনাল AI মডেলটি তৃতীয় পক্ষের ডেভেলপারদের ব্যবহারের জন্য উন্মুক্ত করছে। এছাড়াও, অ্যাপ ডেভেলপমেন্ট টুলসের ভেতর Apple ও OpenAI—দু’জনেরই কোড কমপ্লিশন টুল রাখার ঘোষণাও দেওয়া হয়।


বিশ্লেষণ: অ্যাপলের AI কৌশলে মোড় ঘোরানো সময়?

এই সম্ভাব্য পরিবর্তন Apple-এর দীর্ঘমেয়াদি AI কৌশলে বড় ধরনের মোড় এনে দিতে পারে। দীর্ঘদিন ধরে Siri এবং অন্যান্য ফিচারের জন্য নিজস্ব প্রযুক্তিতে নির্ভরশীল Apple হয়তো এখন OpenAI-এর ChatGPT বা Anthropic-এর Claude-এর মতো শক্তিশালী মডেলগুলোর বাস্তব উপযোগিতা অনুভব করছে। Google, Microsoft, Meta যেখানে আগেই বহিরাগত AI মডেল ও ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে হাত মিলিয়েছে, সেখানে Apple বরাবরই সংরক্ষিত কৌশল নিয়েছিল।

তবে এখন Siri-কে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে Apple নিজস্ব দেয়াল ভেঙে ফেলতে বাধ্য হচ্ছে বলেই প্রযুক্তি বিশ্লেষকদের অভিমত।


সম্পর্কিত-
0%
0%
0%
0%