গুগল ক্রোমকে টেক্কা দিতে ওপেনএআই আনল নতুন ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এক নতুন ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ ন্মোচন করেছে ওপেনএআই । বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যেই এই নতুন ব্রাউজারটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার ওপেনএআই জানায়, অ্যাটলাস প্রথমে অ্যাপলের ম্যাকওএস অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, অ্যাটলাস তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে চ্যাটজিপিটি-কেন্দ্রিক অভিজ্ঞতা দিতে। এই ব্রাউজারে প্রচলিত অ্যাড্রেস বার রাখা হয়নি। ব্যবহারকারীরা সরাসরি চ্যাটজিপিটির মাধ্যমে প্রশ্ন করে বা নির্দেশ দিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করতে পারবেন।
‘এজেন্ট মোড’: পেইড ব্যবহারকারীদের জন্য বিশেষ ফিচার
অ্যাটলাসে থাকবে একটি বিশেষ সুবিধা ‘এজেন্ট মোড’, যা শুধুমাত্র চ্যাটজিপিটির অর্থপ্রদত্ত (পেইড) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে। এই মোডে ব্রাউজারটি ব্যবহারকারীর হয়ে নিজে থেকেই অনুসন্ধান চালাবে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে দ্রুত ও কার্যকরভাবে ফলাফল উপস্থাপন করবে।
ওপেনএআই জানিয়েছে, এই এজেন্ট মোড ব্যবহারকারীর ব্রাউজিংয়ের ধরন ও প্রাসঙ্গিকতা বুঝে কাজ করবে, যাতে সার্চ প্রক্রিয়া আরও গতিশীল ও বুদ্ধিমত্তাপূর্ণ হয়।
নতুন অংশীদারিত্ব ও আয় বৃদ্ধির কৌশল
চ্যাটজিপিটি জনপ্রিয়তার সুযোগ কাজে লাগাতে ওপেনএআই নতুনভাবে তাদের অনলাইন সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। তারা ইতিমধ্যেই ই-কমার্স সাইট ইটসি , শপিফাই এবং বুকিং সাইট এক্সপিডিয়া ও বুকিং ডটকম –এর সঙ্গে অংশীদারিত্ব করেছে।
প্রতিষ্ঠানটি বলছে, এটি তাদের এআই প্রযুক্তি থেকে আয় বৃদ্ধি এবং ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়ানোর কৌশলের অংশ।
চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী এখন ৮০০ মিলিয়ন
সম্প্রতি অনুষ্ঠিত ওপেনএআই ডেভডে ইভেন্টে স্যাম অল্টম্যান জানান, বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮০০ মিলিয়ন, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে ছিল মাত্র ৪০০ মিলিয়ন। তথ্যটি দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ডিমান্ডসেজ ।
বিশ্লেষকদের মতামত
প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান নির্বাহী প্যাট মুরহেড বলেন,
“প্রথম দিকে প্রযুক্তিপ্রেমীরা ওপেনএআইয়ের নতুন ব্রাউজারটি ব্যবহার করে দেখবে। তবে সাধারণ ব্যবহারকারীরা তাদের পরিচিত ব্রাউজার যেমন ক্রোম বা এজ-এ এই ধরনের ফিচার যুক্ত হওয়ার অপেক্ষায় থাকবে।”
তিনি আরও বলেন, “মাইক্রোসফটের এজ ব্রাউজার ইতিমধ্যেই এমন অনেক সুবিধা প্রদান করছে।”
গুগলের একচেটিয়া আধিপত্যে নতুন চ্যালেঞ্জ
ওপেনএআইয়ের এই নতুন উদ্যোগ এসেছে এমন সময়ে, যখন গুগলকে অনলাইন সার্চে অবৈধ একচেটিয়া আধিপত্যকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুগলকে তাদের ক্রোম ব্রাউজার আলাদা করে দিতে বলেনি, তবুও এ সিদ্ধান্ত গুগলের ওপর চাপ সৃষ্টি করেছে।
এআই নির্ভর সার্চের দ্রুত উত্থান
গবেষণা প্রতিষ্ঠান ডাটোস জানিয়েছে, ২০২৫ সালের জুলাই পর্যন্ত ডেস্কটপ সার্চের প্রায় ৫.৯৯ শতাংশ ইতিমধ্যেই বড় ভাষা মডেল (এলএলএম)–নির্ভর, যেমন চ্যাটজিপিটি। এটি গত বছরের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি।
অন্যদিকে, গুগলও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অনুসন্ধান ফলাফলের ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে ব্যবহারকারীরা সরাসরি এআই দ্বারা প্রস্তুত করা উত্তর পেতে পারেন।
