৩৬ দিন পর মাঠে ফিরলেন নেইমার, কোপা দো ব্রাসিল (Copa do Brasil)-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি হিসেবে খেললেন সান্তোস এফসি (Santos FC)-এর হয়ে

ছবি সংগ্রহকৃত
দীর্ঘ ৩৬ দিন পর অবশেষে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বৃহস্পতিবার (২২ মে) রাতে মেসিও শহরের ঐতিহাসিক রেই পেল স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা দো ব্রাসিল (Copa do Brasil)-এর তৃতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে সান্তোস (Santos) ও সিআরবি (CRB)-এর মধ্যকার উত্তেজনাপূর্ণ লড়াইয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি।
সান্তোস এফসি (Santos FC)-এর প্রধান কোচ ক্লেবের জাভিয়ের ম্যাচের ৬৫তম মিনিটে আর্জেন্টাইন খেলোয়াড় রোলহেইসারকে বদলি করে নামান ১০ নম্বর জার্সিধারী নেইমারকে। তার মাঠে নামার মুহূর্তেই রেই পেল স্টেডিয়ামের গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।
নেইমার শেষবার মাঠে নেমেছিলেন ১৬ এপ্রিল, সান্তোস (Santos)-এর ঘরের মাঠ ভিলা বেলমিরোতে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল সান্তোস এফসি (Santos FC)। তবে ওই ম্যাচেই বাঁ পায়ের উরুর সেমিমেমব্রানোসাস পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন নেইমার।
তার আগে পলিস্তাও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে গিয়ে তিনি পেশিতে ব্যথা অনুভব করেন। সেই ব্যথার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরও বড় একটি চোট তাকে ভোগায়। এর ফলে জাতীয় দলের কোচের প্রথম ডাকে সাড়া দিয়েও ছিটকে পড়েন নেইমার—যা ছিল তার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মারাত্মক ইনজুরির পর জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ।
চোট থেকে সেরে উঠে আবারও মাঠে ফেরার পর নেইমার এখন পর্যন্ত সান্তোস এফসি (Santos FC)-এর হয়ে ১০টি ম্যাচ খেলেছেন, যেখানে করেছেন ৩টি গোল ও করিয়েছেন ৩টি অ্যাসিস্ট। বিশ্বকাপের পর থেকে সব মিলিয়ে তিনি খেলেছেন মাত্র ৩০টি ম্যাচ, অর্থাৎ গড় হিসেবে প্রতি মৌসুমে তার ম্যাচ সংখ্যা মাত্র ১২টি। এমন পরিসংখ্যান তার ফিটনেস ও ক্যারিয়ারকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে কোপা দো ব্রাসিল (Copa do Brasil)-এর এই ম্যাচে তার প্রত্যাবর্তন সান্তোস (Santos) শিবিরে নতুন প্রাণ জুগিয়েছে। ফুটবল বিশ্লেষকদের মতে, নেইমারের ফর্ম ও ফিটনেস ফিরে পেলে সান্তোস এফসি (Santos FC) ভবিষ্যতের ম্যাচগুলোতে আরও শক্তিশালী হয়ে উঠবে।