সাবেক আর্সেনাল একাডেমি স্ট্রাইকার বিলি ভিগারের মৃত্যু

সাবেক আর্সেনাল একাডেমি স্ট্রাইকার বিলি ভিগারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ সেপ্টেম্বর 30, 2025 8:45 অপরাহ্ন

চিচেস্টার সিটি এফসির খেলোয়াড় ও সাবেক আর্সেনাল একাডেমি স্ট্রাইকার বিলি ভিগার গুরুতর মস্তিষ্কে আঘাত পাওয়ার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।

বিজ্ঞাপন

শনিবার ২৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের ইসমিয়ান লিগ প্রিমিয়ার ডিভিশনের উইনগেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে খেলতে গিয়ে ভিগার মাথায় আঘাত পান। ধারণা করা হচ্ছে, খেলার সময় তিনি কংক্রিটের দেওয়ালে ধাক্কা খেয়েছিলেন। তবে ক্লাব আনুষ্ঠানিকভাবে এ ঘটনার বিস্তারিত জানায়নি।

ভিগারের পরিবার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, “গত শনিবার গুরুতর মস্তিষ্কে আঘাত পাওয়ার পর বিলিকে কৃত্রিম কোমায় রাখা হয়। মঙ্গলবার অস্ত্রোপচার করা হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে সে আমাদের ছেড়ে চলে যায়। বিলি যে কতটা ভালোবাসা পেয়েছে, তার প্রতিক্রিয়া আমরা দেখেছি।”

ভিগার ২০১৪ সালে আর্সেনাল একাডেমিতে যোগ দেন এবং পরবর্তী সময়ে ডার্বি কাউন্টি, ইস্টবোর্ন বরো ও হেস্টিংস ইউনাইটেডের হয়ে খেলেছেন।

বিজ্ঞাপন

আর্সেনাল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, “বিলি দ্রুতগামী, শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ এক ফুটবলার ছিলেন। আমাদের একাডেমিতে প্রথম মৌসুমেই তিনি ১৭ গোল করেছিলেন। ২০২১-২২ মৌসুম শেষে তিনি আর্সেনালের সঙ্গে পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। মাঠে তার বহুমুখী ভূমিকা এবং সতীর্থদের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক চিরদিন মনে রাখা হবে।”

ডার্বি কাউন্টি, ইস্টবোর্ন বরো ও হেস্টিংস ইউনাইটেডও শোকবার্তা জানিয়েছে। ইংলিশ এফএ এক বিবৃতিতে বলেছে, “এই কঠিন সময়ে বিলির পরিবার, বন্ধু ও চিচেস্টার সিটি ক্লাবের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”

চিচেস্টার সিটি বৃহস্পতিবার সকালে ভিগারের মৃত্যুর খবর নিশ্চিত করার আগে জানিয়েছিল, লুইসের বিপক্ষে তাদের শনিবারের ম্যাচ স্থগিত করা হয়েছে।

সম্পর্কিত- ফুটবলার
0%
0%
0%
0%