মেসির জোড়া গোলেই দারুণ জয়ে ফিরল ইন্টার মায়ামি, মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল দক্ষিণ ফ্লোরিডার দল

মেসির জোড়া গোলেই দারুণ জয়ে ফিরল ইন্টার মায়ামি, মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল দক্ষিণ ফ্লোরিডার দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুলাই 6, 2025 9:52 পূর্বাহ্ন

ক্লাব বিশ্বকাপ থেকে ফেরার পর মেজর লিগ সকারে (MLS) দারুণ সূচনা করল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জোড়া গোলের পর অবদান রাখলেন আরও দুই সতীর্থ, যার সুবাদে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়ালকে ৪-১ গোলে পরাজিত করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ‘দ্য হেরনস’ খ্যাত দলটি।

শনিবার রাতে মন্ট্রিয়ালের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য ইন্টার মায়ামির জন্য ছিল হতাশাজনক। ম্যাচের মাত্র ২য় মিনিটেই মেসির এক ভুল পাস থেকে বল পেয়ে যান মন্ট্রিয়ালের ফরোয়ার্ড প্রিন্স ওউসু। সহজেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি। ৩৩তম মিনিটে টানা আক্রমণের পর মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন উইঙ্গার তাদেও অয়ালেন্দে, ম্যাচে সমতা ফেরে ১-১।

৪০তম মিনিটে আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। লুইস সুয়ারেজের হেড থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক কার্লিং শটে জালের পাশের কোণে বল জড়ান মেসি। এটি ছিল তাঁর প্রথম গোল, এবং সেটাই হয়ে দাঁড়ায় ম্যাচের উইনিং গোল।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রাখে মায়ামি। ৬০তম মিনিটে মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া এক চমৎকার বাঁকানো শটে গোল করে ব্যবধান বাড়ান ৩-১ এ।

মাত্র দুই মিনিট পর আসে মেসির দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ গোলটি। ফের সুয়ারেজের পাস পেয়ে এবার পুরো মন্ট্রিয়াল রক্ষণের ভেতর দিয়ে জাদুকরি ড্রিবলিংয়ে একে একে সবাইকে কাটিয়ে অসাধারণ ফিনিশে বল জালে পাঠান এই আটবারের ব্যালন ডি’অর বিজয়ী।

ম্যাচে এরপর আর কোনো গোল না হলেও দারুণ নিয়ন্ত্রণ ধরে রেখে বাকি সময় সহজেই খেলা শেষ করে ইন্টার মায়ামি।

এই জয়ের ফলে ১৭ ম্যাচ শেষে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়াল ৩২। ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে এমন একটি জয়, বিশেষ করে প্রতিপক্ষের মাঠে, নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ম্যাচের গোলদাতারা:

  • প্রিন্স ওউসু (মন্ট্রিয়াল) – ২ মিনিট
  • তাদেও অয়ালেন্দে (মায়ামি) – ৩৩ মিনিট
  • লিওনেল মেসি (মায়ামি) – ৪০ মিনিট ও ৬২ মিনিট
  • তেলাস্কো সেগোভিয়া (মায়ামি) – ৬০ মিনিট

ম্যাচের সেরা:
নিঃসন্দেহে লিওনেল মেসি। দুই গোল, একটি অ্যাসিস্ট এবং ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সরব উপস্থিতি—তাঁর নৈপুণ্যেই আরও একবার মুগ্ধ হল ফুটবলবিশ্ব।

100%
0%
0%
0%