ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানচেস্টার সিটির, আল-হিলালের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে পরাজয়

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। এক রোমাঞ্চকর সাত গোলের থ্রিলারে সৌদি আরবের ক্লাব আল-হিলালের কাছে অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে হেরে যায় পেপ গার্দিওলার দল।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে কোয়ার্টার-ফাইনালের স্বপ্ন দেখছিল সিটি, কিন্তু রক্ষণভাগের বিশৃঙ্খল প্রদর্শনে একের পর এক গোল হজম করে তারা।
প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে দ্রুত গোল করার ট্র্যাডিশন বজায় রেখে এই ম্যাচেও মাত্র ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সিটি। অধিনায়ক বার্নার্দো সিলভা আল-হিলালের ডিফেন্ডারদের গাফিলতিতে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে বিতর্ক দেখা দেয়, কারণ গোলের আগে রায়ান আইত-নুরি’র হাতে বল লাগার অভিযোগ তোলে আল-হিলালের খেলোয়াড়রা।
এরপরও গোলরক্ষক বোনো চমৎকার কিছু সেভ করে সিটির সাভিনিও, গুনদোয়ান ও গভার্দিওলের প্রচেষ্টা রুখে দেন।
প্রথমার্ধে বিশেষ কিছু করতে না পারলেও দ্বিতীয়ার্ধে মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। ৫২ মিনিটে সাবেক বার্সেলোনা উইঙ্গার ম্যালকম একক প্রচেষ্টায় দুর্দান্ত ফিনিশিংয়ে আল-হিলালকে এগিয়ে দেন ২-১ গোলে।
তবে মাত্র তিন মিনিট পরই কর্নার থেকে বল পেয়ে আর্লিং হালান্ড গোল করে সিটিকে সমতায় ফেরান ২-২।
ম্যাচের শেষদিকে ম্যানুয়েল আকাঞ্জির হেড পোস্টে লাগে, আর ফিরতি বলে হালান্ডের শট লাইনের ওপর থেকে নাটকীয়ভাবে ক্লিয়ার করে দেন আলি লাজামী।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৪ মিনিটে সাবেক চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালি হেড করে গোল করে আল-হিলালকে আবারো এগিয়ে দেন। তবে ফিল ফোডেন তীক্ষ্ণ কোণ থেকে দুর্দান্ত ভলিতে গোল করে ম্যাচে সিটিকে ফিরিয়ে আনেন ৩-৩ গোলে।
শেষ পর্যন্ত ১১২ মিনিটে আবারো আলো ছড়ান মার্কোস লিওনার্দো। ব্যাক পোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় বল পেয়ে গোল করে ম্যাচ জয় নিশ্চিত করেন এবং সৌদি ক্লাব আল-হিলালকে এনে দেন ঐতিহাসিক এক জয়।
এই জয়ে ২০২১ এএফসি চ্যাম্পিয়নস লিগ বিজয়ী আল-হিলাল উঠে যায় কোয়ার্টার-ফাইনালে। আর হতাশায় ভুগতে হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও বর্তমান ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে।
ম্যাচের স্কোরলাইন:
আল-হিলাল ৪–৩ ম্যানচেস্টার সিটি (অতিরিক্ত সময়ে)
গোলদাতারা:
ম্যান সিটি – বার্নার্দো সিলভা, আর্লিং হালান্ড, ফিল ফোডেন
আল-হিলাল – মার্কোস লিওনার্দো (২), ম্যালকম, কালিদু কুলিবালি