ক্লাব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ( flamengo vs bayern ) বায়ার্ন, হ্যারি কেইনের জোড়া গোল

ক্লাব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন, হ্যারি কেইনের জোড়া গোল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 30, 2025 9:24 পূর্বাহ্ন

হ্যারি কেইনের জোড়া গোলে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৪-২ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। রবিবার (স্থানীয় সময়) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ( flamengo vs bayern ) ছিল রুদ্ধশ্বাস এক লড়াইয়ের মঞ্চ।

শুরুতেই আত্মঘাতী গোল, এরপর কেইনের ঝলক

ম্যাচের মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। জশুয়া কিমিখের নেওয়া কর্নার হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন ফ্ল্যামেঙ্গোর চিলিয়ান ডিফেন্ডার এরিক পুলগার। তার হেড বল পোস্টে লেগে নিজেদের জালেই জড়ায়।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ডায়ো উপামেকানো ফ্ল্যামেঙ্গোর অর্ধে বল কেড়ে নিয়ে পাস দেন কেইনের দিকে, যিনি নিচু শটে বল পাঠান জালে। বলটি ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিও ওর্তিসের গায়ে লেগে দিক পাল্টে জড়ায় গোলপোস্টের নিচে।

ফ্ল্যামেঙ্গোর প্রত্যাবর্তনের চেষ্টায় উত্তেজনা

প্রথমে দুই গোল হজম করলেও, দমে যাননি ব্রাজিলের ক্লাবটি। লুইজ আরাউজোর দুইটি প্রচেষ্টা ঠেকান বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ৩৩তম মিনিটে অবশেষে ফল পান তারা। বাঁ দিক থেকে আরাউজোর পাস থেকে বল পেয়ে দূরপাল্লার দুর্দান্ত এক শটে জাল কাঁপান জার্সন।

তবে বিরতির ঠিক আগে, আরাউজোর ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে যান লিয়ন গোরেতস্কা। প্রায় ২০ গজ দূর থেকে নিখুঁত প্লেসিংয়ে আবারও ব্যবধান বাড়ান তিনি—বায়ার্ন ৩, ফ্ল্যামেঙ্গো ১।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আশা জাগায় ফ্ল্যামেঙ্গো

দ্বিতীয়ার্ধে আরও একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিও ডি জেনেইরোর ক্লাবটি। ৫৫তম মিনিটে ফ্ল্যামেঙ্গোর জর্জিয়ান ডি আরাসকায়েতার ক্রসে হাতে বল লাগান বায়ার্নের মাইকেল অলিস। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন এবং সেটি থেকে সাবেক চেলসি মিডফিল্ডার জর্জিনহো ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান কমিয়ে আনেন ৩-২ তে।

শেষ কথা বলে গেলেন কেইন

তবে জয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কেইন। ৭৩তম মিনিটে মিডফিল্ড থেকে বল জিতে কিমিখের পাসে সুযোগ পান ইংলিশ স্ট্রাইকার। স্টাইলে শক্তিশালী এবং নিখুঁত শটে জাল কাঁপিয়ে করেন নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল।

প্রতিক্রিয়া: “আমরা জানতাম, কোনো ভুলই মাফ নেই”

ফ্ল্যামেঙ্গো কোচ ফিলিপে লুইস ম্যাচ শেষে বায়ার্নের প্রশংসা করে বলেন,

“আমাদের প্রতিপক্ষ কতটা শক্তিশালী, সেটা আমরা জানতাম। এই পর্যায়ে যেকোনো ভুলই মারাত্মক। যারা জেতার যোগ্য ছিল, তারা-ই জিতেছে।”

অন্যদিকে হ্যারি কেইন বলেন,

“এটা ছিল কঠিন একটি ম্যাচ। তারা সহজে হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে বেশ চাপ সৃষ্টি করেছিল। তাই চতুর্থ গোলটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন সামনে পিএসজি—যাদের সঙ্গে আমরা এর আগেও খেলেছি এবং জিতেছি। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা নামব।”

পরবর্তী লড়াই পিএসজির বিপক্ষে

এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে উঠে এখন বায়ার্নের সামনে চ্যালেঞ্জ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, যুক্তরাষ্ট্রের আটলান্টায়। এখন দেখার পালা, কে যাবে ক্লাব বিশ্বকাপের শেষ চারে।

0%
0%
0%
0%