বাংলাদেশ দলের অলরাউন্ডার সংকট, নেতৃত্বে লিটনের ওপর আস্থা – স্পষ্ট বার্তা দিলেন সালাউদ্দিন

ঢাকা: আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে বড় প্রশ্ন উঠে এসেছে অলরাউন্ডার সংকট নিয়ে। জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—দলে কেউই ব্যক্তিগত সম্পত্তি নয়, দল এবং দেশই সবার আগে।
সোমবার এক অনানুষ্ঠানিক আলোচনায় সালাউদ্দিন বলেন,
“আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি। এখানে এটা কারো একার টিম না, কারো একার সম্পত্তিও না। এটা দেশের সম্পত্তি। আপনাকে যে রোল দেওয়া হবে, সেটা ভালো না লাগলেও পালন করতে হবে। ভালো না লাগলে, আপনার খেলার দরকার নেই।”
অলরাউন্ডার না থাকায় চাপে ব্যাটসম্যানরা
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে এই মুহূর্তে কোনো ‘জেনুইন অলরাউন্ডার’ নেই বলে জানিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন,
“অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ উপরের ব্যাটসম্যানরা জানে যে নিচে কেউ ভালো ব্যাটিং করতে পারবে না, তখন তারা ডট বল খেলতে শুরু করে। এতে পুরো ব্যাটিং অর্ডার চাপে পড়ে যায়।”
বিপিএলের সেরা পারফর্মার স্কোয়াডের বাইরে
২০২৫ বিপিএলের অন্যতম সেরা খেলোয়াড় স্কোয়াডে সুযোগ পাননি। সালাউদ্দিন জানান,
“কম্বিনেশনের কারণে মাঝে মাঝে বেস্ট পারফর্মারকেও বাইরে রাখতে হয়। মিরাজ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, এবং বিপিএলে সে দুর্দান্ত পারফর্ম করেছে। কিন্তু দলীয় ভারসাম্যের কারণে হয়তো ওকে এখনই একাদশে রাখা যায়নি।”
তিনি আরও বলেন,
“আমরা এখনো বলি না যে মিরাজ টি-টোয়েন্টি খেলতে পারবে না। ইনশাল্লাহ, সে দলে ব্যাক করবে।”
শেখ মেহেদীর ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট কোচ, সৌম্যর ফুটওয়ার্কেও নজর
শেখ মেহেদীর একটি শট দেখে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কোচ সালাউদ্দিন। তিনি এই অলরাউন্ডারের কাছ থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং আশা করেন। একইসঙ্গে সৌম্য সরকারের ফুটওয়ার্ক এবং নাজমুল শান্তর সিদ্ধান্ত গ্রহণ নিয়েও কাজ করছেন তিনি।
সালাউদ্দিন বলেন,
“আমরা মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। খেয়াল রাখতে হবে, আমরা লজিক্যাল ক্রিকেট খেলছি কিনা।”
নেতৃত্বে লিটনের ওপর পূর্ণ আস্থা, দেখছেন সাকিবের ছায়া
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের অধিনায়কত্ব দিচ্ছেন লিটন দাসকে। এই সিদ্ধান্তের পেছনে তার ক্রিকেটীয় মস্তিষ্ক, ফিল্ড সেটআপ বোঝার ক্ষমতা এবং ম্যাচ বিশ্লেষণের দক্ষতাকে বড় করে দেখছেন সালাউদ্দিন।
তার ভাষায়,
“লিটন খুব ভালো টেকনিশিয়ান। ফিল্ড প্লেসমেন্ট, বোলারদের শক্তি ও দুর্বলতা এবং প্রতিপক্ষ বিশ্লেষণে তার অসাধারণ দক্ষতা আছে। সে হয়তো কম কথা বলে, কিন্তু টিমের জন্য সে তার চেয়েও বেশি দেয়।”
আরব আমিরাতের বিপক্ষে সিরিজের সূচি
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে যথাসময়ে।
- প্রথম ম্যাচ: ১৭ মে, শারজাহ
- দ্বিতীয় ও শেষ ম্যাচ: ১৯ মে, শারজাহ
এই সিরিজে দলের পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভবিষ্যতের জন্য নেতৃত্ব ও কম্বিনেশন নিয়েও স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চায় ম্যানেজমেন্ট।