নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক থাকবেন ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 2 নভেম্বর 2025, 07:22 পূর্বাহ্ন
নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক থাকবেন ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, নাজমুল হোসেন শান্ত আগামী ২০২৫-২০২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর শান্ত টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বোর্ডের নতুন চার সদস্যের ছায়া কমিটির সঙ্গে আলোচনা শেষে তিনি আবারও নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিসিবির ক্রিকেট অপারেশন পরিচালনার দায়িত্বে আছেন নজমুল আবেদীন ফাহিম। তবে তাঁর নেতৃত্বাধীন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বোর্ড গঠন করেছে একটি ছায়া কমিটি। এই কমিটিতে রয়েছেন আমিনুল ইসলাম, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট এবং আবদুর রাজ্জাক রাজ।

২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং এই সময়ে দল দীর্ঘ ফরম্যাটে উন্নতি ও স্থিতিশীলতা দেখিয়েছে।

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন—
“শান্ত টেস্ট ক্রিকেটে ধৈর্য, মনোযোগ এবং গভীর বোঝাপড়া দেখিয়েছেন। তাঁর নেতৃত্বে দল দৃঢ়তা এবং আত্মবিশ্বাস অর্জন করেছে। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।”

নিজের অনুভূতি জানিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন—
“বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমাকে যে বিশ্বাস ও আস্থা দেওয়া হয়েছে তার জন্য বিসিবিকে ধন্যবাদ। দেশের হয়ে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া জীবনের সবচেয়ে বড় সম্মান। এই দায়িত্ব সৎভাবে, মর্যাদা রেখে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।

আমাদের সামনে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে নতুন চ্যালেঞ্জের সূচনা হবে, আর আমি বিশ্বাস করি আমরা ইতিবাচক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলব।”

তথ্যসূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড

25%
37.5%
18.8%
18.8%