দুর্দান্ত স্পিন আক্রমণে রাজস্থানকে গুঁড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স!

গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের মুহূর্ত, যেখানে মঈন আলি ও বরুণ চক্রবর্তী দুর্দান্ত স্পিন বোলিং করেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ 26, 2025 4:39 অপরাহ্ন

সুনীল নারাইনকে ছাড়াই দারুণভাবে নিজেদের সামর্থ্য প্রমাণ করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। নতুন তারকা মঈন আলি ও পুরনো ভরসা বরুণ চক্রবর্তী গুয়াহাটির মন্থর ও শুকনো উইকেটে দুর্দান্ত স্পিন জুটি গড়ে তুললেন। তাদের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান রয়্যালস (RR) মাত্র ১৫১ রানে ৯ উইকেটে গুটিয়ে যায়। এতটাই নিয়ন্ত্রিত ছিলেন তারা—৮ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন—যার ফলে আন্দ্রে রাসেলকে বল হাতেই নিতে হয়নি।

স্পিনে ধস নেমে এল রাজস্থানের ইনিংসে
রাজস্থানের ইনিংস যখন ৬৭/১, তখনই স্পিনারদের আঘাতে ৮২/৫-এ পরিণত হয়। এই ধাক্কায় তাদের পরিকল্পনাও এলোমেলো হয়ে যায়। শুরুতে একাদশে ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে রাখা হয়নি শুভম দুবেকে, তবে পরিস্থিতির চাপে পড়ে তাঁকে সাত নম্বরে নামাতে বাধ্য হয় রাজস্থান। এর ফলে তারা একজন মূল বোলার হারায়, যা পরে রান ডিফেন্ড করতে সমস্যায় ফেলে।

তবে শুভম দুবে সুবিধা করতে পারেননি—১২ বলে মাত্র ৯ রান করে ভৈভব অরোরার বলে ক্যাচ তুলে দেন। নতুন বলে ভয়ংকর ছিলেন অরোরা, সঞ্জু স্যামসনকে মাত্র ১৩ রানে বোল্ড করে দেন। যশস্বী জয়সওয়ালও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, মোঈনের বলে ২৪ বলে ২৯ রান করে লং-অনে ক্যাচ দিয়ে ফেরেন।

রিয়ান পরাগের ঝড়, কিন্তু বেশিক্ষণ নয়
গুয়াহাটির স্থানীয় ছেলে রিয়ান পরাগ তিনটি ছক্কা মেরে ঝড় তোলার চেষ্টা করেছিলেন, যার মধ্যে একটি ছিল এক হাতে মারা শট! তবে বরুণ চক্রবর্তীর ১১৩ কিমি/ঘণ্টার দ্রুতগতির ডেলিভারি তার ইনিংস থামিয়ে দেয়। রাজস্থান মঈন আলির বিরুদ্ধে লড়াই করতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাঁচ নম্বরে পাঠিয়েছিল, তবে সে পরিকল্পনা ব্যর্থ হয়। হাসারাঙ্গা মাত্র ৪ রান করেই বরুণের বলে বিদায় নেন।

ধ্রুব জুরেলের সংগ্রাম ও শেষ মুহূর্তের ক্যামিও
রাজস্থানের হয়ে ধ্রুব জুরেল সর্বোচ্চ ৩৩ রান করেন, কিন্তু নিতীশ রানা শেষ মুহূর্তে তাঁকে ও শিমরন হেটমায়ারকে আউট করে দেন। শেষদিকে জোফ্রা আর্চারের ছোট ঝড়ো ইনিংস (৭ বলে ১৬ রান) রাজস্থানের স্কোর ১৫০ পেরোতে সাহায্য করে। তবে তার জন্য এখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিশেষ করে আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল স্পেল দেওয়ার পর!

রাজস্থান কি এই স্কোর ডিফেন্ড করতে পারবে, নাকি কলকাতা সহজেই জয় তুলে নেবে? উত্তরের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা!

সম্পর্কিত-
0%
0%
0%
0%