আফগানিস্তান বনাম বাংলাদেশ: বৃহস্পতিবার শুরু হচ্ছে ছয় ম্যাচের সিরিজ

এশিয়া কাপে ভিন্নধর্মী অভিযান শেষে এবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান বনাম বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) শুরু হবে ছয় ম্যাচের হোয়াইট-বল সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
এশিয়া কাপে গ্রুপপর্বেই বিদায় নেয় আফগানরা। তারা হেরেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে। অন্যদিকে বাংলাদেশ লড়াকু ক্রিকেট খেলে সুপার ফোরে উঠেছিল। শ্রীলঙ্কাকে হারানোর পর পাকিস্তানের বিরুদ্ধেও দারুণ লড়াই করেছিল, যদিও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানো হয়নি।
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার রশিদ খান। অন্যদিকে ইনজুরির কারণে লিটন দাস না থাকায় বাংলাদেশের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলি।
প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে রোববার। এরপর ৮ অক্টোবর থেকে শুরু হবে সমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের বিস্তারিত
- তারিখ: বৃহস্পতিবার, ২ অক্টোবর
- ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত
- সময়: রাত ৯:০০ মিনিট
দলসমূহ
আফগানিস্তান:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, শরাফউদ্দিন আশরাফ, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মুজিব উর রহমান, ফারিদ আহমদ মালিক, মোহাম্মদ ইশাক, ওয়াফিউল্লাহ তারাখিল, বশির আহমদ, আব্দুল্লাহ আহমদজাই।
বাংলাদেশ:
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহেদি হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, জাকের আলি (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ।