আবুধাবিতে ভারতের প্রতিপক্ষ ওমান, ম্যাচে দেখা যেতে পারে নতুন মুখ

আবুধাবিতে ভারতের প্রতিপক্ষ ওমান, ম্যাচে দেখা যেতে পারে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 19, 2025 8:23 অপরাহ্ন

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ (শুক্রবার) মুখোমুখি হচ্ছে ভারত ও ওমান। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৮টায়। ইতিমধ্যেই সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে ভারত, আর দুই ম্যাচে হারের কারণে ছিটকে গেছে ওমান। ফলে ম্যাচটির ফলাফলে তেমন কোনো চাপ নেই, তবে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে—এটাই ভারতের বিপক্ষে ওমানের প্রথম ম্যাচ আন্তর্জাতিক অঙ্গনে।

বিজ্ঞাপন

ভারতের হালচাল

ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে মাত্র নয়জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। সবার নজর কাড়েন গৌতম গম্ভীর। নেটে দীর্ঘ সময় ধরে হার্শিত রানাকে নির্দেশনা দিতে দেখা যায় তাকে। অন্যদিকে পাশের নেটে আরশদীপ সিংকে অনেক কম সময় ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়, আর কোচের নজরও ছিল তুলনামূলক কম।

ভারতের বেস ক্যাম্প দুবাইয়ে হলেও ম্যাচটি আবুধাবিতে হওয়ায় এবং সামনেই পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই থাকায় জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে সুযোগ পেতে পারেন হার্শিত রানা বা ৯৯ টি-টোয়েন্টি আন্তর্জাতিক উইকেটে দাঁড়িয়ে থাকা আরশদীপ সিং।

প্রেস কনফারেন্সে কুলদীপ যাদব বলেন,

বিজ্ঞাপন

“টি-টোয়েন্টিতে ছোট দল বলে কিছু নেই। খেলা দ্রুত গতির, তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দলটা যথেষ্ট অভিজ্ঞ, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা তীব্রতা ধরে রাখতে চাই।”

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী।

ওমানের প্রস্তুতি

দুই ম্যাচে বড় ব্যবধানে হারলেও ভারতের বিপক্ষে প্রথমবার মাঠে নামা নিঃসন্দেহে তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আবুধাবির দর্শকপূর্ণ গ্যালারিতে খেলাটা হবে ইতিহাসের অংশ। শক্তিশালী ভারতের বিপক্ষে জয় পাওয়া কঠিন, তবে খেলোয়াড়দের জন্য এটা বড় অভিজ্ঞতা।

ওমানের সম্ভাব্য একাদশ: আমির কালিম, जतিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (উইকেটকিপার), ওয়াসিম আলি, হাসনাইন শাহ, শাহ ফয়সাল, আরিয়ান বিষ্ট, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব, জিতেন রমানান্দি।

পরিসংখ্যান ও তথ্য

  • শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওভারপ্রতি রান তোলায় ভারতের চেয়ে এগিয়ে কেবল অস্ট্রেলিয়া।
  • ২০২৪ সালের জুলাই থেকে ভারতের স্পিনারদের চেয়ে কম ইকোনমি রেটে রান দিয়েছে কেবল আফগানিস্তানের স্পিনাররা।
  • তিলক ভার্মার জন্য স্পিনে রান তোলা এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালে তিনি স্পিনের বিপক্ষে প্রতি আট বলে একটি করে বাউন্ডারি মারতে পেরেছেন, যেখানে গত বছর সেটা ছিল পাঁচ বলে একটি।

আবহাওয়া ও মাঠ

তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে উচ্চমাত্রার আর্দ্রতা। তবে আবুধাবির পিচে দুবাইয়ের তুলনায় ব্যাটিং কিছুটা সহজ হতে পারে, স্পিনারদের প্রভাব কিছুটা কম থাকবে বলে আশা করা হচ্ছে।

কুলদীপ যাদবের উক্তি:

“আমি যদি কোনো দলে খেলি, সেটা হবে একজন বোলার হিসেবে। আমার কাজ উইকেট নেওয়া। উইকেট না পেলে দলে জায়গা হবে না।”

0%
0%
0%
0%