শেষ ম্যাচে ব্যাটিং বেছে নিল সানরাইজার্স, কেকেআরের একাদশেও রইল পরিবর্তন

ছবি সংগ্রহকৃত
এই মৌসুমে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগের ছয়টি ম্যাচেই টসজয়ীরা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবার সেই ধারা ভেঙে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। এটি ছিল তাদের চলতি আইপিএল মৌসুমের শেষ ম্যাচ।
কামিন্স জানান, দুই ইনিংসেই পিচ ভালো থাকবে বলে ধারণা করছেন তারা এবং মৌসুমের শেষটা ধারাবাহিক ক্রিকেট খেলেই শেষ করতে চান। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিপক্ষে জয়ী দলেই কোনো পরিবর্তন আনেনি SRH।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেন, তিনি টস জিতলেও বোলিংই করতেন। কারণ, শেষ দুটি ম্যাচেই এই মাঠে লক্ষ্য তাড়া করে সহজে জয় পেয়েছে দলগুলো। কেকেআরের জন্য এটিও ছিল মৌসুমের শেষ ম্যাচ। চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে ৭ মে’র পর এটাই তাদের প্রথম খেলা, কারণ ১৭ মে’র আরসিবি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
চোটের কারণে বাইরে থাকা ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় আগের ম্যাচে সুযোগ পাওয়া মানিশ পাণ্ডে দলে টিকে গেছেন। সম্ভাব্য ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে অঙ্কৃশ রঘুবংশীকে। ওপেনার হিসেবে রাহমানউল্লাহ গুরবাজের জায়গায় ফিরেছেন দক্ষিণ আফ্রিকান কিপার-ব্যাটার কুইন্টন ডি কক।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH) একাদশ:
১. ট্রাভিস হেড
২. অভিষেক শর্মা
৩. ঈশান কিষান (উইকেটরক্ষক)
৪. হেনরিখ ক্লাসেন (সহ-অধিনায়ক)
৫. নীতিশ কুমার রেড্ডি
৬. অনিকেত ভার্মা
৭. অভিনব মনোহর
৮. প্যাট কামিন্স (অধিনায়ক)
৯. হর্ষল প্যাটেল
১০. ঈশান মালিঙ্গা
১১. জয়দেব উনাদকাট
ইমপ্যাক্ট সাবস: মোহাম্মদ শামি, হর্ষ দুবে, সাচিন বেবি, জীশান আনসারি, সিমারজিত সিং
কলকাতা নাইট রাইডার্স (KKR) একাদশ:
১. কুইন্টন ডি কক (উইকেটরক্ষক)
২. সুনীল নারাইন
৩. অজিঙ্কা রাহানে (অধিনায়ক)
৪. মানিশ পাণ্ডে
৫. রিঙ্কু সিং
৬. আন্দ্রে রাসেল
৭. রামানদীপ সিং
৮. হর্ষিত রানা
৯. বৈভব অরোরা
১০. আনরিখ নরকিয়া
১১. বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট সাবস: অঙ্কৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, অনুকুল রায়, স্পেন্সার জনসন, লুভনিত সিসোদিয়া
ম্যাচটি দুই দলের জন্যই ছিল মরসুমের বিদায়ি লড়াই, তাই দুই অধিনায়কই জয় দিয়ে মৌসুম শেষ করার লক্ষ্যে মাঠে নেমেছেন।