আইপিএল ২০২৫: গুজরাটের বিপক্ষে বিস্ফোরক ইনিংসে সিএসকে-র ইতিহাস গড়লেন আয়ুষ মাত্রে (Ayush Mhatre)
মাত্র ১৭ বছর বয়সেই সিএসকের (CSK) ইতিহাস গড়ে আইপিএলে নজর কাড়লেন আয়ুষ মাত্রে (Ayush Mhatre), গুজরাটের (GT) বিপক্ষে খেললেন ১৭ বলে ৩৪ রানের বিস্ফোরক ইনিংস

ছবিঃ সংগ্রহকৃত
মাত্র ১৭ বছর বয়সেই আইপিএল (IPL) মঞ্চে নিজের আগমনী বার্তা দিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings – CSK) উদীয়মান ব্যাটার আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। গুজরাট টাইটান্সের (Gujarat Titans – GT) বিপক্ষে ১৭ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি গড়লেন একাধিক রেকর্ড, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য—আইপিএল ইতিহাসে এক মরশুমে সিএসকে ব্যাটারের সর্বোচ্চ স্ট্রাইক রেট।
এই তরুণ প্রতিভা গুজরাটের পেসার আর্শাদ খানের এক ওভারেই তুলেছেন ২৮ রান! ইনিংসে তিনটি চারের সঙ্গে তিনটি ছক্কাও হাঁকিয়েছেন মাত্রে (Ayush Mhatre)। তার ইনিংসের ইতি ঘটে মোহাম্মদ সিরাজের (Mohammed Siraj) হাতে ধরা পড়া এক দুর্দান্ত ক্যাচে।
আইপিএলে স্বপ্নের মতো সূচনা
এই মরশুমেই অভিষেক হলেও ইতিমধ্যেই সাতটি ইনিংসে পাঁচবার ৩০-এর বেশি রান করেছেন তিনি। একটি ইনিংসে করেছেন হাফ-সেঞ্চুরি। এখন পর্যন্ত ১৮৯ স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ২৪০-র বেশি রান, যা তাকে আইপিএল ২০২৫–এর সেরা তরুণ ব্যাটারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সিএসকের ইতিহাসে সেরা স্ট্রাইক রেটধারী ব্যাটার এখন আয়ুষ মাত্রে (Ayush Mhatre)
সিএসকে ব্যাটারদের মধ্যে এক মরশুমে সর্বোচ্চ স্ট্রাইক রেট (কমপক্ষে ১০০ বল খেলা):
- ১৮৯.০০ – আয়ুষ মাত্রে (২০২৫)
- ১৭২.৫০ – অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane – ২০২৩)
- ১৭১.৮০ – রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja – ২০২০)
- ১৬৮.০০ – মাইক হাসি (Michael Hussey – ২০০৮)
পাওয়ারপ্লেতে সিএসকের ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেটধারী ব্যাটার (সর্বনিম্ন ৭ ইনিংস):
- ১৯২.৪ – আয়ুষ মাত্রে (২০২৫)
- ১৬৫.৭ – মইন আলি (Moeen Ali – ২০২২)
- ১৬২.১ – সুরেশ রায়না (Suresh Raina – ২০১৪)
- ১৫৩.৯ – অম্বাতি রায়ডু (Ambati Rayudu – ২০১৮)
১৮ বছর বা তার কম বয়সে এক মরশুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটাররা:
- ২৪ – বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)
- ১৩ – ইশান কিশান (Ishan Kishan)
- ১১ – আয়ুষ মাত্রে (Ayush Mhatre)
এই পারফরম্যান্স আয়ুষ মাত্রেকে (Ayush Mhatre) ভবিষ্যতের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করার পথে অনেকটা এগিয়ে দিল। সিএসকে (CSK) যে আগামী দিনে এই তরুণকে কেন্দ্র করেই টিম গড়ার পরিকল্পনা করতে পারে, সেটা বলাই বাহুল্য।