বেগম খালেদা জিয়ার দেশে ফেরা: জনসমুদ্রে অভ্যর্থনা, গণতন্ত্রে উত্তরণের আশাবাদ

দেশে ফিরলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে 6, 2025 3:57 অপরাহ্ন

চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তনে আনন্দ-উচ্ছ্বাসে ভাসে গোটা বিএনপি। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত রাস্তাজুড়ে তৈরি হয় জনসমুদ্র। নেতাকর্মীদের মুখে মুখে ছিল ‘শুভেচ্ছা স্বাগতম বেগম জিয়া’ স্লোগান।

এদিন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তার দুই পুত্রবধু, যাদের একজন ডা. জুবায়দা রহমান—যিনি প্রায় ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন। ২০০৭ সালে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশত্যাগের পর এটাই তার প্রথম স্বদেশ প্রত্যাবর্তন।

বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতারা। এরপর খালেদা জিয়া গাড়িবহর নিয়ে রওনা দেন ফিরোজার উদ্দেশ্যে। পুরো রাস্তাজুড়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী তাকে স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানান। অনেকেই বলেন, “মা ঘরে ফিরেছেন, সন্তানের মতো খুশি আমরা।”

মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। দেশের মানুষের অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। এক নেতা বলেন, “আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচন অনিবার্য।”

বিকেল পৌনে ২টার দিকে গুলশানের ফিরোজা পৌঁছান বেগম জিয়া। বাসভবনের সামনেও জমায়েত হয় হাজারো নেতাকর্মী। তার গাড়িকে ঘিরে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাতে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি দীর্ঘ চার মাস ধরে চিকিৎসা গ্রহণ করেন।

বিএনপি নেতাদের ভাষ্য, এ প্রত্যাবর্তন শুধু একজন নেত্রীর নয়—এটি গণতন্ত্রের, ন্যায়বিচারের, এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার যাত্রার নতুন অধ্যায়।

0%
0%
0%
0%