হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারী অবমাননার অভিযোগে ছয় নারীর লিগাল নোটিশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে নারী অবমাননার অভিযোগে লিগাল নোটিশ পাঠিয়েছেন ছয় জন নারী। অভিযোগ, সম্প্রতি বিভিন্ন সমাবেশে দলটির এক নেতা নারীদের ‘বেশ্যা’ বলে গালি দেন। এই ঘটনায় এনসিপির তিন নেত্রী ও তিন সাংস্কৃতিককর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন—এটা বাংলাদেশে কখনোই মেনে নেওয়া যায় না। তাই তারা হেফাজতের কাছে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দাবি করেছেন, নইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে 6, 2025 8:30 পূর্বাহ্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে নারী অবমাননার অভিযোগে লিগাল নোটিশ পাঠিয়েছেন ছয় বিশিষ্ট নারী। সোমবার (৫ মে) দুপুরে এই নোটিশ পাঠানো হয়। নোটিশদাতাদের মধ্যে তিনজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী এবং বাকি তিনজন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির নেত্রী সৈয়দা নীলিমা দোলা ও সাংস্কৃতিককর্মী দুতি অরণ্য চৌধুরী। তারা জানান, গত সাত থেকে আট দিন ধরে হেফাজতে ইসলাম বিভিন্ন সমাবেশে নারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করে আসছে। বিশেষ করে একটি বিক্ষোভ সমাবেশে সংগঠনটির এক নেতা নারীদেরকে ‘বেশ্যা’ বলে গালি দেন বলে অভিযোগ করেন দুতি অরণ্য চৌধুরী।

সৈয়দা নীলিমা দোলা বলেন, “এ ধরনের ভাষা ব্যবহার শুধু নারীদের জন্য নয়, গোটা সমাজ ও দেশের জন্য লজ্জার। জুলাই পরবর্তী বাংলাদেশে এমন ভাষা এবং দৃষ্টিভঙ্গি মেনে নেওয়া যায় না। আমরা মনে করি, এখনো যদি নারীদের এসব গালি সহ্য করতে হয়, তাহলে বাংলাদেশ আসলে এগিয়ে যায়নি।”

লিগাল নোটিশে সাত দিনের মধ্যে এই বক্তব্যের ব্যাখ্যা দাবি করা হয়েছে। ব্যাখ্যা না দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।

নারী অধিকার ও মর্যাদা রক্ষায় এই লিগাল নোটিশ একটি সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

0%
0%
0%
0%