পঞ্চগড়ের উন্নয়ন ও চিনিকল চালুর প্রতিশ্রুতি দিলেন ভিপি নুর

ছবিঃ সংগ্রহকৃত
পঞ্চগড়ে এক জনসভায় গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ভিপি নুর বলেন, বেসরকারি পর্যায়ে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে তা লাভ করে, অথচ সরকারি ব্যবস্থাপনায় একই প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত এবং ধান্দাবাজ। তিনি জোর দিয়ে বলেন, সঠিক মানুষকে নিয়োগ দিতে হবে এবং সবার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তাহলেই সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসানমুক্ত হবে।
ভিপি নুর বলেন, পঞ্চগড়সহ রংপুর অঞ্চলের চারটি চিনিকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগ সফল করতে জনগণের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, পঞ্চগড়ের চিনিকলগুলো আবার চালু করে ছাড়া হবে ইনশাআল্লাহ। এ জন্য তিনি স্থানীয় জনগণকে আন্দোলন চালিয়ে যেতে এবং প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি নিতে আহ্বান জানান।
সভায় এক শিক্ষক বেতন ও ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুললে ভিপি নুর বলেন, এই দেশে শিক্ষকদের অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সচিব, মন্ত্রী, আইজিপি তৈরি হলেও শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া হয় না। তিনি বলেন, একজন হাইস্কুলের শিক্ষক মাত্র ১৫ হাজার টাকা এবং একজন কলেজের শিক্ষক ২৫ হাজার টাকা বেতন পান, যা দিয়ে পরিবার চালানো অসম্ভব। তিনি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও বেতন বাড়ানোর জোর দাবি জানান। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, দুর্নীতি নির্মূল করতে হলে বেতন-ভাতা যথোপযুক্ত করতে হবে।
পঞ্চগড়ের সম্ভাবনার কথা তুলে ধরে ভিপি নুর বলেন, এখানে একটি স্থলবন্দর রয়েছে, যার মাধ্যমে বর্তমানে তিনটি দেশের সাথে বাণিজ্য হচ্ছে এবং ভবিষ্যতে চারটি দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব। পঞ্চগড়কে “চায়ের রাজ্য” আখ্যা দিয়ে তিনি জানান, চায়ের উৎপাদনে সিলেটের পরেই এখন পঞ্চগড়ের অবস্থান। পাশাপাশি ভুট্টা ও চিনি উৎপাদনসহ কৃষি ক্ষেত্রে পঞ্চগড়ের সম্ভাবনা বিশাল।
তিনি আরও বলেন, যদি সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তবে পঞ্চগড় বাংলাদেশের অন্যতম ধনী জেলায় পরিণত হতে পারে। এজন্য তিনি আহ্বান জানান, আগামী নির্বাচনে যোগ্য, সৎ এবং উন্নয়নবান্ধব প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে। ভিপি নুর উল্লেখ করেন, গণঅধিকার পরিষদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দুর্নীতি, লুটপাট, জমি দখল বা অনিয়মের অভিযোগ নেই।
পরিশেষে ভিপি নুর বলেন, তরুণদের সুযোগ দিলে তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুযোগ পেলে দেশের পরিবর্তনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।