খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনের নীরব ভূমিকায় এনসিপির প্রতিবাদ

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল 21, 2025 6:34 পূর্বাহ্ন

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও এ বিষয়ে প্রশাসনের নীরব ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার দুপুর সাড়ে তিনটায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির খুলনা শাখার সংগঠক আহম্মদ রহিম রাহাত ও আব্দুল্লাহ চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করে এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আওয়ামী লীগের হঠাৎ করে সংঘটিত ঝটিকা মিছিল একটি সুস্পষ্ট রাজনৈতিক প্ররোচনা, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। অথচ স্থানীয় প্রশাসন এ বিষয়ে সম্পূর্ণ নীরব থেকেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশাসনের এই নির্লিপ্ততার কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

এসময় বক্তারা ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী সকল সমমনা রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে আওয়ামী লীগের এই ধরনের রাজনৈতিক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তারা আরও বলেন, “এটি শুধু স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নয়, বরং গোটা রাষ্ট্রব্যবস্থায় নিয়োজিত প্রশাসনের দুর্বলতার প্রতিফলন।”

সম্পর্কিত-
0%
0%
0%
0%