দীর্ঘ ছয় বছর ১০ মাস পর শরীয়তপুরে ফিরেছেন মিয়া নুরুদ্দিন অপু

শরীয়তপুরের তিন আসনের বিএনপির জনপ্রিয় নেতা এবং সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু দীর্ঘ ছয় বছর ১০ মাস ৬ দিন পর আজ (৩০ অক্টোবর) জাজিরার নাডোবা জিরো পয়েন্টে ফিরেছেন। উপস্থিতদের সঙ্গে কথা বলার সময় তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিয়া নুরুদ্দিন অপু বলেন, “আনন্দটা অবশ্যই অনেক চড়াই-উতরাই ও ত্যাগের বিনিময়ে এসেছে। আজকের এই আনন্দ আমি শরীয়তপুরের সবাইকে নিয়ে উপলব্ধি করতে চাই। আমাদের জাতীয়তাবাদ শক্তির সবাই এই আনন্দের অংশ।”
তিনি আরও বলেন, “কারাগারে থাকার সময়ও প্রত্যেকটি ত্যাগের ফল আজ জনগণ আমাকে দিচ্ছেন। এটি আমাকে আরও শক্তি যুগিয়েছে।”
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের সময় অপু দীর্ঘ ছয় বছর নয় মাস ২৩ দিন কারাগারে ছিলেন। ছাত্রজনতার আন্দোলনের পর তিনি মুক্তি পান এবং আজ প্রথমবারের মত নির্বাচনী এলাকায় ফিরেছেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীক হাতে নিয়ে তার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিয়া নুরুদ্দিন অপু কুশল বিনিময় করছেন, সাথে রয়েছেন তার স্ত্রী ও সন্তান। পদ্মা সেতুর নাডোবা প্রান্তে দুই পাশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কান্ডারী ও দুঃসময়ের ত্যাগী নেতা কামাল জামান নর্দি মোল্লার নেতৃত্বে সমাবেশের আয়োজন করা হয়েছে। উপস্থিতরা মিয়া নুরুদ্দিন অপুকে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি গভীর আশা ও প্রত্যাশা প্রকাশ করেছেন।
উক্ত সমাবেশে মিয়া নুরুদ্দিন অপু নেতাকর্মীদের সঙ্গে আলাপচারিতা ও কুশল বিনিময় করেছেন, যা তার দীর্ঘদিনের অনুপস্থিতির পর স্থানীয় জনসমর্থন পুনরুদ্ধারের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
